Knowledge Story: মানুষের মতোই 'পিরিয়ড' হয় এই প্রাণীদেরও, ঋতুচক্রও প্রায় একইরকম, বলুন তো কোন প্রাণী?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Knowledge Story: আপনি কি জানেন যে মানুষ ছাড়াও এমন অনেক প্রাণী আছে যাদের পিরিয়ড হয়। কারোর কারোর ক্ষেত্রে মাসিক চক্রটাও প্রায় একই রকম।
advertisement
1/7

পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের পিরিয়ড হয় পুরো মহিলাদের মতোই। কারোর কারোর ক্ষেত্রে মাসিক চক্রটাও প্রায় একই রকম। বলুন তো কোন প্রাণীর মানুষের মতোই 'পিরিয়ড' হয়?
advertisement
2/7
মহিলারা তাদের জীবনের প্রায় এক-তৃতীয়াংশ মাসিক চক্র বা পিরিয়ডের মধ্য দিয়ে যায়। এ সময় তাদের নানা সমস্যায় পড়তে হয়। আপনি কি জানেন যে মানুষ ছাড়াও এমন অনেক প্রাণী আছে যাদের পিরিয়ড হয়।
advertisement
3/7
আবিষ্কার ওয়াইল্ডলাইফের একটি প্রতিবেদন অনুসারে, মানুষের মতো কিছু স্তন্যপায়ী প্রাণীর পিরিয়ড থাকে, যা প্রাইমেট শ্রেণিতে পড়ে। মানুষও এই শ্রেণীতে পড়ে।
advertisement
4/7
বানর প্রজাতি থেকে আসা বেবুনগুলিও এই শ্রেণীর মধ্যে পড়ে। মহিলা বেবুনদেরও মহিলাদের মতোই পিরিয়ড হয়। যাইহোক, বেবুনের গড় মাসিক চক্রের ব্যবধান মহিলাদের তুলনায় কিছুটা বেশি। তাদের প্রতি ৩৩ দিনে মাসিক হয়।
advertisement
5/7
পশ্চিম এশিয়ার দেশগুলিতে পাওয়া রিসাস ম্যাকাক বানরগুলিও মাসিক চক্রের মধ্য দিয়ে যায়। NCBI-এর মতে, মহিলা রিসাস বানরের পিরিয়ড সাইকেল ঠিক মহিলাদের মতোই। এদেরও মাসিক চক্র ২৮ দিনের।
advertisement
6/7
শিম্পাঞ্জিরাও মাসিক চক্রের মধ্য দিয়ে যায়। তবে বিভিন্ন শিম্পাঞ্জির মাসিক চক্র ভিন্ন হয়। কিছু শিম্পাঞ্জির ছোট চক্র থাকে, প্রায় ২৮ দিন এবং কিছু ৪৫ দিন। NCBI অনুসারে, মহিলা শিম্পাঞ্জিদের ৬০ বছর বয়স পর্যন্ত মাসিক হয়।
advertisement
7/7
বাদুড় এবং শ্রুও প্রাইমেট বিভাগে পড়ে এবং এই উভয় প্রাণীরও পিরিয়ড থাকে। সাধারণত তাদের পিরিয়ড চক্র ৩৩ দিন। একইভাবে, ইঁদুর (কণাদের)ও মাসিক হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: মানুষের মতোই 'পিরিয়ড' হয় এই প্রাণীদেরও, ঋতুচক্রও প্রায় একইরকম, বলুন তো কোন প্রাণী?