Knowledge Story: বলুন তো পোশাকের সাইজ XL বা XXL এ ‘X' -এর অর্থ কী...? ৯৯% মানুষই মাথা চুলকোচ্ছেন! আপনি জানেন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: আজ এই প্রতিবেদনে জামা-কাপড় সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক। জামা কাপড় কিনতে গেলে এমন বহু শব্দের সঙ্গেই আমরা পরিচিত হই যা আমাদের কখনও কখনও বিভ্রান্ত করে দেয়।
advertisement
1/8

লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনও ক্ষেত্রেই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। তাই আপনিও যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সাধারণজ্ঞান মূলক তথ্যগুলি জেনে রাখা উচিত।
advertisement
2/8
আজ এই প্রতিবেদনে জামা-কাপড় সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক। জামা কাপড় কিনতে গেলে এমন বহু শব্দের সঙ্গেই আমরা পরিচিত হই যা আমাদের কখনও কখনও বিভ্রান্ত করে দেয়।
advertisement
3/8
যেমন আপনারা নিশ্চই দেখে থাকবেন যখনই জামাকাপড় কিনতে যাওয়া হয় তখনই আমরা জামা বা শার্টের কলারের কাছ থেকে দেখে নিই সেটির সাইজ। আর সেক্ষেত্রে XL XXL এই শব্দগুলির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। কিন্তু আমরা কি জানি এই শব্দের X অক্ষরের অর্থ?
advertisement
4/8
চলুন জেনে নেওয়া যাক এই ইংরেজিতে লেখা শব্দের বিশেষ অক্ষরটির মানে আসলে কী। কারণ প্রশ্ন করলে দেখা যাবে উত্তরটি বেশির ভাগ মানুষের কাছেই প্রায় নেই। চলুন জেনে নেওয়া যাক আজ।
advertisement
5/8
বস্তুত পোশাকের সাইজ XL, XXL এর মধ্যে থাকা ‘X’—র অর্থ হল এক্সট্রা আর ‘L’—র অর্থ লার্জ। সুতরাং, XL এর অর্থ হল, এক্সট্রা লার্জ। XXL এর অর্থ হল, এক্সট্রা এক্সট্রা লার্জ। অর্থাৎ সাইজের ব্যাপ্তি বোঝাতেই ব্যবহার করা হয় এই X।
advertisement
6/8
সাধারণত এক্স এল সাইজের জামার সাইজ ৪২ ইঞ্চি থেকে ৪৪ ইঞ্চির হয়ে থাকে। আবার একই ভাবে XXL এর শার্ট বা জামার ক্ষেত্রে সাইজ সাধারণত ৪৪ ইঞ্চি থেকে ৪৬ ইঞ্চি হয়ে থাকে। আর আপনি যদি নিজের শার্টের সাইজ জানেন তাহলে ঝটপট XXL দেখেই বুঝে নিতে পারবেন জামাটি আপনার গায়ে হবে কিনা।
advertisement
7/8
একই ভাবে সাইজ বোঝা XS S M ও L ও আছে। কোনওটি সবথেকে ছোট, কোনওটি আরেকটু বড় আবার কোনও শার্টের সাইজ তার থেকে একটু বেশি বড় এই বোঝাতেই ব্যবহার করা হয় এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম ও লার্জ।
advertisement
8/8
যদিও এর পরেও কোম্পানি বিশেষে শার্টের সাইজের বেশি বা কম হতে পারে। সেক্ষেত্রে অবশ্য সেই পার্থক্য অত্যন্ত গৌণ বলেই ধরা হয়। তবে শার্ট বা জামার সাইজ সহজে বুঝে নিতেই এই X ব্যবহৃত হয় সব জামাকাপড়ের ক্ষেত্রেই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: বলুন তো পোশাকের সাইজ XL বা XXL এ ‘X' -এর অর্থ কী...? ৯৯% মানুষই মাথা চুলকোচ্ছেন! আপনি জানেন?