ভারতের এই শহর নাকি কখনও ঘুমোয় না! জানেন নামটা? বহু মানুষ ঘুরতে যান সেখানে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Madurai Town: ভারতের এই শহর নাকি কখনও ঘুমোয় না! নামটা জেনে নিন।
advertisement
1/6

ভারতেরই এই শহর নাকি কখনও ঘুমোয় না। অর্থাৎ, এই শহরে কেউ না কেউ সারাদিন জেগে থাকেন।
advertisement
2/6
তামিলনাড়ুর মাদুরাই শহর সম্পর্কে বলা হয়, এই শহর নাকি কখনও ঘুমোয় না! এই শহরের কোনও না কোনও নাগরিক নাকি জেগে থাকেন!
advertisement
3/6
দেশের ঘুমহীন শহর বলে পরিচিত মাদুরাই। অনেকে অবশ্য এই শহরকে মন্দিরের শহর বলেও চেনেন।
advertisement
4/6
বহু সুন্দর, প্রাচীন মন্দির রয়েছে মাদুরাই শহরে। সেইসব শহর পর্যটকদেের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রায় ২৫ হাজার বছরের পুরনো এই শহরের ইতিহাস।
advertisement
5/6
মাদুরাইয়ের মীনাক্ষি মন্দির খুবই বিখ্যাত একটি স্থান। সেখানে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে। মন্দিরের সুউচ্চ গোপুরম দেখতে অনেকেই ভিড় জমান সেখানে।
advertisement
6/6
অনেকে মাদুরাইকে জুঁই ফুলের শহর বলেন। কেউ কেউ বলেন, দক্ষিণের মথুরা। এই শহর তামিলনাড়ুর শিক্ষার কেন্দ্র।