Knowledge Story: মাছ তো জলের রানী...! তাহলে 'জলের রাজা' কে বলুন তো? কল্পনাও করতে পারবেন না উত্তর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: ইতিহাস, ভূগোল, সাহিত্য, কারেন্ট অ্যাফেয়ার্স এবং আরও অনেক বিষয়ভিত্তিক হতে পারে। সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্নের উপর ভিত্তি করে তৈরি একটি কুইজ দেওয়া হল আজকের প্রতিবেদনে।
advertisement
1/12

যে কোনও ক্ষেত্রেই ভাল সাধারণ জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। এটি এমন একটি জ্ঞান যা আপনাকে যে কোনও পরিস্থিতিতে অন্যদের থেকে এগিয়ে রাখে। চাকরির পরীক্ষা থেকে ঘরোয়া আড্ডা সর্বত্রই সাধারণ জ্ঞান ব্যক্তির ব্যক্তিত্বকে বুদ্ধিদীপ্ত ও আকর্ষণীয় করে তোলে অন্যদের সামনে।
advertisement
2/12
বই পড়ে, সংবাদপত্র পড়ে এবং বর্তমান ঘটনাগুলি সম্পর্কে আপডেট থাকার মাধ্যমে যে কেউ তাঁর সাধারণ জ্ঞান বাড়িয়ে নিতে পারেন। সে ক্ষেত্রে ধাঁধা বা কুইজের চর্চাও গুরুত্বপূর্ণ।
advertisement
3/12
GK বলতে বোঝায় বিভিন্ন বিষয় এবং তথ্যের উপর আপনার ব্যাপক বোঝাপড়া এবং সচেতনতা। এটা শুধু কোনও একটি নির্দিষ্ট বিষয়ের জন্য নয়।
advertisement
4/12
এটি ইতিহাস, ভূগোল, সাহিত্য, কারেন্ট অ্যাফেয়ার্স এবং আরও অনেক বিষয়ভিত্তিক হতে পারে। সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্নের উপর ভিত্তি করে তৈরি একটি কুইজ দেওয়া হল আজকের প্রতিবেদনে।
advertisement
5/12
প্রশ্ন ১- এমন একটি মাছ যা জলে নয়, স্থলে বাস করে? উত্তর ১- এই বিশেষ প্রজাতির মাছের নাম 'ব্লেনিজ'। এই প্রজাতির মাছ সমুদ্র থেকে বেরিয়ে এসে স্থলে থাকে এবং ধীরে ধীরে ভূমিতে বসবাসের পদ্ধতি রপ্ত করে নেয়।
advertisement
6/12
প্রশ্ন ২ - কোন দেশে একটিও সংবাদ চ্যানেল নেই? উত্তর ২ - ভ্যাটিকান সিটিতে একটিও নিউজ চ্যানেল নেই।
advertisement
7/12
প্রশ্ন ৩ - আপনি জানেন সিংহের আগে কে জঙ্গলের রাজা ছিলেন? উত্তর ৩ - সিংহের আগে হাতি ছিল জঙ্গলের রাজা।
advertisement
8/12
প্রশ্ন ৪ - বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ কোনটি? উত্তর ৪ - পাথর মাছ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ বলে মনে করা হয়।
advertisement
9/12
প্রশ্ন ৫ - কোন প্রাণী নাক দিয়ে জল পান করে? উত্তর ৫ - হাতি নাক দিয়ে জল পান করে।
advertisement
10/12
প্রশ্ন ৬- মাছ যদি জলের রানী হয় তাহলে বলুন তো জলের রাজা কে? উত্তর ৬ - সি লায়নকে জলের রাজা বলা হয়।
advertisement
11/12
একবারে ২০ মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারে সি লায়ন। এরা ঘণ্টায় ২৯ কিমি বেগে ছুটতে পারে। পুরুষ সি লায়নকে 'বুল' এবং স্ত্রীকে 'কাউ' বলা হয়। পুরুষ সি লায়ন ১১ ফুট পর্যন্ত লম্বা এবং স্ত্রী ৯ ফুট পর্যন্ত লম্বা হয়। সি লায়ন একটি স্তন্যপায়ী প্রাণী এবং শ্বাস-প্রশ্বাস নেয়, তাই লম্বা সময় এরা জলের নীচে থাকতে পারে না।
advertisement
12/12
প্রশ্ন ৭ - এমন জিনিস কী যার অনেক শব্দ আছে কিন্তু কথা বলে না? উত্তর ৭ - একটি বই এমন একটি জিনিস, যাতে লক্ষ লক্ষ শব্দ মজুদ থাকে, কিন্তু এটি কথা বলে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: মাছ তো জলের রানী...! তাহলে 'জলের রাজা' কে বলুন তো? কল্পনাও করতে পারবেন না উত্তর!