Knowledge Story: আলু তো সবজির 'রাজা'...! কিন্তু জানেন কি সবজির 'রানী' কে? এই 'নাম' শুনলে চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: সাধারণ জ্ঞানমূলক কিছু প্রশ্ন ও উত্তর একদিকে যেমন `ব্যক্তিকে চৌখশ ও চনমনে করে তোলে , তেমনই অনেক ক্ষেত্রে চাকরির পরীক্ষায় অন্যদের টেক্কা দিতেও দুর্দান্ত কাজে আসে এই জ্ঞান।
advertisement
1/12

সাধারণ জ্ঞানমূলক কিছু প্রশ্ন ও উত্তর একদিকে যেমন `ব্যক্তিকে চৌখশ ও চনমনে করে তোলে , তেমনই অনেক ক্ষেত্রে চাকরির পরীক্ষায় অন্যদের টেক্কা দিতেও দুর্দান্ত কাজে আসে এই জ্ঞান।
advertisement
2/12
এসএসসি, ব্যাঙ্কিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয় সেগুলির উত্তর জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে।
advertisement
3/12
যে কোনও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। আইএএস আইপিএস পরীক্ষা থেকে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই কিছু প্রশ্ন, যার উত্তর আপনি আগে কখনও শোনেননি।
advertisement
4/12
প্রশ্নঃ ভারতে প্রথম কোথায় ট্রেন চালানো হয়েছিল? উত্তর: ভারতে প্রথমবারের মতো বোরিবন্দর এবং থানের মধ্যে ট্রেন চালানো হয়েছিল।
advertisement
5/12
প্রশ্নঃ দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? উত্তর: দিল্লির লালকেল্লা তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান।
advertisement
6/12
প্রশ্ন : ক্ষুধা লাগলে খাও, পিপাসা লাগলে পান কর, ঠাণ্ডা লাগলে পুড়ে যাও, বলুন তো সেটা কী? উত্তর: আসলে এই জিনিসটি হল নারকেল।
advertisement
7/12
প্রশ্নঃ উট কতদিন জল না খেয়ে বেঁচে থাকতে পারে? উত্তরঃ উট জল না খেয়ে ৬ মাস বেঁচে থাকতে পারে।
advertisement
8/12
প্রশ্নঃ মানবদেহে ইনসুলিন হরমোন কোথায় পাওয়া যায়? উত্তর: মানবদেহে অগ্ন্যাশয়ে ইনসুলিন হরমোন পাওয়া যায়।
advertisement
9/12
প্রশ্ন: এমন রেলওয়ে স্টেশন কোনটি যার অর্ধেক গুজরাতে এবং অর্ধেক মহারাষ্ট্রে? উত্তর: এই রেল স্টেশনের নাম "নভাপুর", যা অর্ধেক গুজরাতে এবং অর্ধেক মহারাষ্ট্রে।
advertisement
10/12
প্রশ্নঃ কোন সবজিকে সবজির রানী বলা হয়? উত্তর: লঙ্কাকে সবজির রানী বলা হয়।
advertisement
11/12
প্রশ্নঃ কংগ্রেস কোন স্থানে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাস করে? উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস ১৯ ডিসেম্বর ১৯২৯ লাহোর অধিবেশনে ঐতিহাসিক পূর্ণ স্বরাজ (সম্পূর্ণ স্বাধীনতা) প্রস্তাব পাস করে।
advertisement
12/12
প্রশ্নঃ হায়দ্রাবাদে চারমিনার কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: হায়দ্রাবাদের চারমিনার ১৫৯১ খ্রিস্টাব্দে স্থাপিত হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: আলু তো সবজির 'রাজা'...! কিন্তু জানেন কি সবজির 'রানী' কে? এই 'নাম' শুনলে চমকে যাবেন!