বলুন তো কোন গাছ লাগালে সাপ আসে না? ভয়ে পিছিয়ে যায় বিষাক্ত প্রাণীও...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: আজ এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন তুলে ধরছি যা চাকরির ইন্টারভিউ বা লিখিত পরীক্ষায় আসতেই পারে। তাই জেনে রাখা ভাল। শুধু তাই নয় বন্ধুদের আড্ডায় বা ঘরোয়া পরিসরে সবার নজর টানতেও এই ধরণের সাধারণ জ্ঞান কাজে দেয় চমৎকার।
advertisement
1/12

শুধু নিজের পছন্দের বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকলেই যে পরীক্ষায় ভাল ফল হয়, বা ক্লাসে ভাল নম্বর পেয়ে পাশ করে সহজেই চাকরি পাওয়া যায়, তা কিন্তু মোটেই সত্যি নয়। এর জন্য অনেক ফ্যাক্টর কাজ করে। এমনই একটা ফ্যাক্টর সাধারণ জ্ঞান।
advertisement
2/12
আজ এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন তুলে ধরছি যা চাকরির ইন্টারভিউ বা লিখিত পরীক্ষায় আসতেই পারে। তাই জেনে রাখা ভাল। শুধু তাই নয় বন্ধুদের আড্ডায় বা ঘরোয়া পরিসরে সবার নজর টানতেও এই ধরণের সাধারণ জ্ঞান কাজে দেয় চমৎকার। চলুন জেনে নেওয়া যাক দুর্দান্ত কিছু সাধারণজ্ঞানমূলক প্রশ্নের সঠিক উত্তর।
advertisement
3/12
প্রশ্নঃ উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? উত্তরঃ জাপান। প্রশ্নঃ "টু কিল আ মকিংবার্ড" বইটির লেখক কে? উত্তরঃ হার্পার লি।
advertisement
4/12
প্রশ্নঃ বিখ্যাত শিল্পকর্ম 'মোনালিসা' কে এঁকেছেন? উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চি। প্রশ্নঃ টেলিফোনের উদ্ভাবক কে? উত্তরঃ আলেকজান্ডার গ্রাহাম বেল।
advertisement
5/12
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? উত্তরঃ প্রশান্ত মহাসাগর। প্রশ্নঃ ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটি কে রচনা করেন? উত্তরঃ উইলিয়াম শেক্সপিয়র।
advertisement
6/12
প্রশ্নঃ চীনের মুদ্রা কি? উত্তরঃ চীনা ইউয়ান (রেনমিনবি)। প্রশ্নঃ মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেন? উত্তরঃ স্যার আইজ্যাক নিউটন।
advertisement
7/12
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? উত্তরঃ সাহারা মরুভূমি। প্রশ্নঃ আপেক্ষিক তত্ত্বের স্রষ্টা কে? উত্তরঃ আলবার্ট আইনস্টাইন।
advertisement
8/12
প্রশ্নঃ কোন দেশকে "মধ্যরাতের সূর্যের দেশ" বলা হয়? উত্তরঃ নরওয়ে। প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? উত্তরঃ ইন্দিরা গান্ধী।
advertisement
9/12
প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু পানির হ্রদ কোনটি? উত্তরঃ লেক সুপিরিয়র। প্রশ্নঃ "1984" বইটির রচয়িতা কে? উত্তরঃ জর্জ অরওয়েল।
advertisement
10/12
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি? উত্তরঃ নীল তিমি। প্রশ্নঃ রাশিয়ার মুদ্রা কি? উত্তরঃ রাশিয়ান রুবেল।
advertisement
11/12
প্রশ্নঃ কোন উদ্ভিদে সাপ আসে না? উত্তর : ঘর থেকে সাপ তাড়ানোর জন্য সর্পগন্ধা নামে একটি গাছ লাগানো হয়। এই গাছটিকে সাপের শত্রু হিসাবে বিবেচনা করা হয় এবং সাপ কখনও এর কাছাকাছি আসে না।
advertisement
12/12
এই গাছটি বাড়ির আশেপাশে লাগালে সাপ আসবে না এবং সাপের কামড়ের ভয়ও থাকবে না। শুধু সাপ নয় অন্যান্য বিষাক্ত প্রাণীও এই গাছে প্রবেশ করে না।