TRENDING:

Knowledge Story: ঘুমচ্ছে না জেগে, বুঝতে পারবেন না, এই প্রাণীরা চোখ খোলা রেখে ঘুমায়, নাম জানলে চমকে যাবেন

Last Updated:
ঘুমালে চোখ বন্ধ থাকবে, এটাই তো স্বাভাবিক! কিন্তু এমন প্রাণীও আছে, যারা চোখ খুলে ঘুমায়। দেখে বোঝাই দায়, জেগে আছে না ঘুমোচ্ছে! বলুন তো কোন-কোন প্রাণী?
advertisement
1/6
ঘুমচ্ছে না জেগে, বুঝতে পারবেন না, এই প্রাণীরা চোখ খোলা রেখে ঘুমায়
ঘুমালে চোখ বন্ধ থাকবে, এটাই তো স্বাভাবিক! কিন্তু এমন প্রাণীও আছে, যারা চোখ খুলে ঘুমায়। দেখে বোঝাই দায়, জেগে আছে না ঘুমোচ্ছে! বলুন তো কোন-কোন প্রাণী?
advertisement
2/6
এমন কিছু প্রাণী আছে, যাদের ঘুমকে বলা হয় 'ইউনিহেমিসফিয়ারিক' ঘুম। ঘুমের সময় তাদের মস্তিস্কের একটা অংশ সজাগ থাকে, যাতে তারা বুঝতে পারে কোন-ও শিকারি আক্রমণ করছে কী না। কিছুক্ষেত্রে চোখের পাতা না থাকার জন্যও কোন-ও কোন-ও প্রাণী চোখ খুলে ঘুমায়।
advertisement
3/6
ডলফিন-- বুদ্ধিমত্তার জন্য পরিচিত ডলফিন। ঘুমানোর সময় ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়, বিশ্রাম নেওয়ার সময়-ও তারা সজাগ থাকে।
advertisement
4/6
পেনগুইন-- কিছু প্রজাতির পেনগুইন দুই চোখ অর্ধেক খোলা রেখে ঘুমায়, যাতে তারা আসন্ন বিপদ আঁচ করতে পারে।
advertisement
5/6
পেঁচা-- পেঁচা অনেকসময় চোখ খোলা রেখে ঘুমায়, যাতে বিপদে সজাগ থাকতে পারে।
advertisement
6/6
সাপ-- সাপের চোখের পাতা নেই, তাই চোখ খোলা রেখেই ঘুমায়। সাপের চোখের উপর থাকে ট্রান্সপারেন্ট একটি স্তর যা চোখকে আঘাত থেকে বাঁচায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ঘুমচ্ছে না জেগে, বুঝতে পারবেন না, এই প্রাণীরা চোখ খোলা রেখে ঘুমায়, নাম জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল