GK: 50 Rupee Note: বলুন তো তুঁতে রঙের ৫০ টাকার নোটে দেশের কোন বিখ্যাত মন্দিরের ছবি থাকে? ৯৯% জানেন না সঠিক উত্তর! শুনলে হাঁ হয়ে যাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Knowledge Story: 50 Rupee Note: ভারতীয় মুদ্রায় সুনিপুণভাবে তুলে ধরা হয় দেশের বিখ্যাত ঐতিহাসিক স্মারক৷ নতুন মুদ্রা প্রকাশিত হওয়ার সময়েই দীর্ঘ গবেষণা ও ভাবনাচিন্তার পর স্মারক নির্ণয় করা৷
advertisement
1/10

যে কোনও দেশের মুদ্রায় ধরা থাকে তার ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য৷ ভারতও তার ব্যতিক্রম নয়৷
advertisement
2/10
ভারতের মতো বিশাল দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি বৈচিত্রময়৷
advertisement
3/10
ভারতীয় মুদ্রায় সুনিপুণভাবে তুলে ধরা হয় দেশের বিখ্যাত ঐতিহাসিক স্মারক৷
advertisement
4/10
নতুন মুদ্রা প্রকাশিত হওয়ার সময়েই দীর্ঘ গবেষণা ও ভাবনাচিন্তার পর স্মারক নির্ণয় করা৷
advertisement
5/10
ভারতীয় মুদ্রার প্রত্যেক নোটে থাকে এক একটি বিশেষ স্মারক সৌধ৷
advertisement
6/10
সবুজ রঙের ৫০ টাকার নোটে থাকে কর্নাটকের হাম্পির বিখ্যাত রথমন্দিরের ছবি৷
advertisement
7/10
কর্নাটকের হাম্পিতেই ষোড়শ শতকে বিকশিত হয়েছিল রাজা কৃষ্ণদেবরায়ের তৈরি বিজয়নগর সাম্রাজ্য৷
advertisement
8/10
হাম্পির রথমন্দির উৎসর্গীকৃত গরুড়দেবের নামে৷ অতীতে তাঁর ভাস্কর্য রথমন্দিরে থাকলেও এখন এই সৌধ বিগ্রহশূন্য৷
advertisement
9/10
কোণার্কের সূর্যমন্দির এবং মহাবলীপুরমের রথমন্দিরের মতো হাম্পির রথমন্দিরও বিশ্বখ্যাত৷
advertisement
10/10
ইউনেস্কোর হেরিটেজ সাইট বলে স্বীকৃত হাম্পির রথমন্দির দেখতে প্রতি বছর ঢল নামে দেশ বিদেশের পর্যটকদের৷ ( সব ছবি: সোশ্যাল মিডিয়া)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: 50 Rupee Note: বলুন তো তুঁতে রঙের ৫০ টাকার নোটে দেশের কোন বিখ্যাত মন্দিরের ছবি থাকে? ৯৯% জানেন না সঠিক উত্তর! শুনলে হাঁ হয়ে যাবেন