Knowledge Stories: দিনে ফোটা ফুল রঙিন হয়, অথচ রাতে ফোটা ফুল সাদা হয় কেন ? কারণ জানলে অবাক হবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

ফুল কে না ভালবাসে! আনন্দ উৎসবের সঙ্গী যেমন রং-রঙিন ফুল, তেমনি শোক জ্ঞাপনেও ব্যবহার করা হয় ফুল, তবে সেক্ষেত্রে ফুলের রং হয় সাদা। সাধারণত রাতে ফোটা ফুল সাদা এবং দিনের বেলা ফোটা ফুল রঙিন হয়। কিন্তু কেন দিন ও রাতে ফোটা ফুলের রং আলাদা হয়?
advertisement
2/5
ফুল উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলে পৌঁছনোর পর ঘটে নিষেক। এই রেণু পরিবহণে সবচেয়ে বড় ভূমিকা কীট-পতঙ্গের। কীট-পতঙ্গ মধু সংগ্রহের জন্য ফুলের উপর এসে বসে। এই সময় ফুলের পরাগধানী থেকে পুং রেণু পতঙ্গের গায়ে লেগে যায়।
advertisement
3/5
কোনও পতঙ্গ যখন এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসে তখন পতঙ্গের শরীরে লেগে থাকা রেণু অন্য ফুলে ছড়িয়ে পড়ে ও পুরুষ ফুলের রেণুর সঙ্গে স্ত্রী ফুলের মিলন ঘটে। অর্থাৎ ফুলের জন্য কীট-পতঙ্গ আকর্ষণ করাটা জরুরি।
advertisement
4/5
বিজ্ঞান মতে, ফুলের রং ও গন্ধে পতঙ্গরা আকৃষ্ট হয়। দিনের বেলা ফুলের উজ্জ্বল রং কীট-পতঙ্গদের আকৃষ্ট করে। কিন্তু রাতে আলো না থাকায় ফুলের রং কোনও কাজে লাগে না। তাই ফুলের রং হয় সাদা।
advertisement
5/5
তা হলে রাতে ফোটা সাদা ফুলে কী করে আসে পতঙ্গ? এক্ষেত্রে রং নয়, পতঙ্গ আকৃষ্ট হয় গন্ধে। রাতে যে-সমস্ত ফুল ফোটে, তাদের গন্ধ খুব তীব্র হয়। সেই গন্ধে আকৃষ্ট হয়ে পতঙ্গরা ফুলে উড়ে এসে বসে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Stories: দিনে ফোটা ফুল রঙিন হয়, অথচ রাতে ফোটা ফুল সাদা হয় কেন ? কারণ জানলে অবাক হবেন