মঙ্গলবারে জন্মেছেন ? জেনে নিন আপনি আসলে কী ধরনের মানুষ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

• মঙ্গলে ঠিক কতটা মঙ্গল রয়েছে আপনার কপালে ? মঙ্গলবার যদি আপনার জন্মবার হয়, তাহলে জেনে নিন আপনার চরিত্র কেমন ? কী ধরণের মানুষ আপনি ? আপনার চাকুরি ভাগ্যই বা কেমন ? ছবি: পিক্স্যাবে ৷
advertisement
2/7
• আপনাকে ছোট করে একটা পাওয়ার হাউসের আখ্যা দেওয়া যেতেই পারে ৷ এতটাই এনার্জি আর প্রাণশক্তিতে ভরপুর আপনি ৷ কখনও কোনও কাজে উৎসাহের অভাব বোধ করেন না মঙ্গলের জাতক, জাতিকারা ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
3/7
• যে কোনও চ্যালেঞ্জ নেন আপনি ৷ যে কোনও বাধা সহজেই অতিক্রম করেন ৷ আপনার আশেপাশে থাকা মানুষরাও আপনাকে দেখে উৎসাহিত হয় ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
4/7
• অনেক সময় আপনার এই অতিরিক্ত এনার্জি কিন্তু খারাপভাবেও ব্যহৃত হতে পারে ৷ এই বাড়তি শক্তি থেকে রাগ তৈরি হয় ৷ সকলের উপর খারাপ ব্যবহার করাটা অভ্যাসে পরিণত হয়ে যায় ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
5/7
• ব্যর্থতা মানতে পারেন না আপনি ৷ কোনও কাজে অসফলতা আপনাকে রূঢ় করে তোলে ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
6/7
• আপনি ভীষণ সাহসী ৷ ফলে যে কোনও কঠিন কাজ আপনার পছন্দ ৷ তাই কেরিয়ারও সেইভাবেই বেছে নেবেন আপনি ৷ সেনাবাহিনী, বা পাইলট হিসেবে চাকরিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
7/7
• লভার হিসেবে আপনি খুব প্রটেকটিভ, কেয়ারিং ৷ পার্টনারকে সাপোর্ট করেন ৷ কিন্তু পাশাপাশি তাঁকে ডমিনেটও করেন ৷ এবং অনেক সময় বসের মতো ব্যবহার করেন ৷ ছবি: পিক্স্যাবে ৷