advertisement
1/7

• আগামীকাল দীপান্বিতা কালী পুজো ৷ আর তার আগের দিন ভূত চতুর্দশী ৷ অমাবস্যার আগের দিন এই চতুর্দশীতে ১৪ প্রদীপ জ্বালানোই রীতি ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
2/7
• মনে করা হয়, এই দিন মর্ত্যে আসেন প্রেতাত্মারা ৷ অর্থাৎ আমাদের চোদ্দ পুরুষরা ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
3/7
• তাঁদের সন্তুষ্ট করতে ১৪ শাক ভাজা খাওয়া হয় এদিন ৷ ১৪ প্রদীপও জ্বালানো হয় ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
4/7
• মনে করা হয়, এ সব না করলে অসন্তুষ্ট প্রেতাত্মারা ঘাড়ে চেপে বসতে পারে, কোনও অনিষ্ট করতে পারে ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
5/7
• কিন্তু অনেকেই চতুর্দশীর সঠিক সময় ও নির্ঘণ্ট না মেনেই ১৪ প্রদীপ জ্বালান ৷ আচার ও নিয়ম মানতে হলে তা সময় মেনেই করা উচিত ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
6/7
• বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, আজ চতুর্দশী পড়বে রাত্রি ১০টা বেজে ২৭ মিনিটে ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
7/7
• গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে, চতুর্দশী শুরু হবে রাত্রি ৯ বেজে ৫৯ মিনিট ৫৮ সেকন্ডে ৷ ছবি: পিক্স্যাবে ৷