TRENDING:

আজ পবিত্র কৌশিকী অমাবস্যা, মহা কঠিন এই ব্রত পালনে সামাণ্য ভুলেও হয়ে যেতে পারে বড় ক্ষতি

Last Updated:
ভুলেও খাবেন না আমিষ খাবার, আর সঙ্গম তো নৈব নৈব চ, এই দিনে গর্ভধারণ ভাবী সন্তানকে ঠেলে দিতে পারে অন্ধকার ভবিষ্যতে৷
advertisement
1/7
আজ পবিত্র কৌশিকী অমাবস্যা, মহা কঠিন এই ব্রত পালনে সামাণ্য ভুলে হতে পারে ক্ষতি
আজ কৌশিকী অমাবস্যা। মঙ্গলবার সকাল ৯ টা ৪৬ মিনিট হইতে বুধবার সকাল ৮ টা ২২ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি৷ মা তারার আরেক নাম কৌশিকী। কথিত আছে, অযোনি সম্ভূতা দেবী কৌশিকী৷ তিনিই মা তারা, তিনিই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন । ভক্তদের বিশ্বাস, এই তিথিতেই তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় বসে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। কৌশিকী অমাবস্যায় অশুভ শক্তির হাত থেকে বাঁচতে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন৷
advertisement
2/7
এই অমাবস্যার প্রভাব অপরিসীম৷ এই দিনে অতি অবশ্যই শুদ্ধাচারে থাকতে হয়৷ হিন্দু মহিলাদের এই অমাবস্যার দিন অবশ্যই বাড়ি ঘরদোর পরিষ্কার করতে হয়। বাড়িতে যেন কোনও এঁটো বাসন না থাকে। চৌকাঠ সঠিকভাবে সকালেই জল দিয়ে ধুয়ে নিন৷ তার আগে কেউ যেন চৌকঠ না ডিঙোয়৷ ভাল করে ঘর পরিষ্কার করতে হয়৷
advertisement
3/7
কৌশিকী অমাবস্যার দিন সব ক্ষেত্রেই সংযম পালন করতে হয়৷ তাই এদিন উপোস রাখতে পারলে খুবই ভালো আর যদি সেটা না পারেন তাহলে ভুলেও আমিষ খাবেন না, এতে শরীরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। সহজেই জীবনে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব পড়ে।
advertisement
4/7
কৌশিকী অমাবস্যার রাতে ভুলেও বাড়ি থেকে অনেকটা দূরত্বে যাত্রা করবেন না। এই দিন যাত্রায় অশুভ প্রভাব আসতে পারে। পথে দুর্ঘটনা ঘটার বিপুল সম্ভাবনা থেকে যায়।
advertisement
5/7
হিন্দু সংস্কার অনুযায়ী অমাবস্যায় গর্ভধারণ অশুভ। অমাবস্যা ছাড়াও পূর্ণিমা, চতুর্থী, ষষ্ঠী, অষ্টমী এবং চতুর্দশী তিথিতে গর্ভধারণ অশুভ বলে মনে করা হয়। তাই এদিন সঙ্গম নৈব নৈব চ৷ এই দিন সমস্ত রকমের শারীরিক হাতছানি এড়িয়ে চলুন৷ যাঁরা ঘরে গর্ভবতী মহিলা আছেন তাঁরা যেন এদিন বাড়ি থেকে বের না হন৷
advertisement
6/7
যদি বাড়ির বাইরে বেরনো একান্তই জরুরি হয়, সঙ্গে তুলসি পাতা রাখুন। তবে, অমাবস্যার দিন তুলসিপাতা তুলতে নেই। কাজেই আগে থেকে তুলে রাখুন।তারা মায়ের পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব পড়বে না।
advertisement
7/7
কৌশিকী অমাবস্যার রাতে বাড়ির সদর দরজার সামনর দুটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই তেলের গন্ধে কোনও তন্ত্রর প্রভাব আপনার জীবনে পড়বে না। তন্ত্রসাধকদের জন্য এই দিনটি অসম্ভব গুরুত্বপূর্ণ৷ এদিন মারণ-উচাটন এই ধরণের বিদ্যাও ব্যবহার করেন অনেকে৷ তাই যাঁরা আপনার ক্ষতি চাইতে পারেন বলে মনে হয় তাঁদের একেবারেই এড়িয়ে চলুন৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
আজ পবিত্র কৌশিকী অমাবস্যা, মহা কঠিন এই ব্রত পালনে সামাণ্য ভুলেও হয়ে যেতে পারে বড় ক্ষতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল