TRENDING:

Kali Puja 2022|| কবে এ বছরের কালীপুজো ও দীপাবলি? কতক্ষণ থাকবে অমাবস্যা তিথি? জানুন বিস্তারিত

Last Updated:
Kali Puja and Diwali Dhanteras 2022 Date and Time: এ বারের কালীপুজো পড়েছে ২৪ অক্টোবর, সোমবার। ২৪ অক্টোবরের সন্ধ্যে ৪ টে ৫৭ মিনিট থেকে ২৫ অক্টোবর ৪টে ২৬ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
advertisement
1/10
কবে এ বছরের কালীপুজো ও দীপাবলি? কতক্ষণ থাকবে অমাবস্যা তিথি? জানুন বিস্তারিত
*কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শ্যামা পুজো পালিত হয়। শক্তির সাধনাতেই মোক্ষ ও মুক্তি। শাক্তমতে বাঙালিরা এই দিন কালীপুজো করে থাকেন। প্রতীকী ছবি।
advertisement
2/10
*প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপুজোর বিশেষ পুজো হয়ে থাকে। রয়েছে নানা পৌরাণিক কাহিনিও। প্রতীকী ছবি।
advertisement
3/10
*এই তিথি ছাড়াও মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী ও জ্যৈষ্ঠমাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালীপুজোও বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ। প্রতীকী ছবি।
advertisement
4/10
*বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। যদিও অনেকে দীপাবলিতে লক্ষ্মী -গণেশের পুজো করেন। প্রতীকী ছবি।
advertisement
5/10
*দীপাবলিতে লক্ষ্মী ও গণেশের একসঙ্গে পুজো করা হয়ে থাকে। দেখে নিন এ বছরের কালী পুজোর দিনক্ষণ, শুভ সময়। প্রতীকী ছবি।
advertisement
6/10
*এ বারের কালীপুজো পড়েছে ২৪ অক্টোবর, সোমবার। ২৪ অক্টোবরের সন্ধ্যে ৪ টে ৫৭ মিনিট থেকে ২৫ অক্টোবর ৪টে ২৬ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। কালীপুজোর অমৃত যোগ পড়েছে সকাল ৭টা ২০ মিনিট থেকে, রাত্রি ৩টে ১৬ মিনিট পর্যন্ত থাকবে। প্রতীকী ছবি।
advertisement
7/10
*চলতি বছর ধনতেরস পড়েছে ২৩ অক্টোবর ৷ তবে সোনা, রুপো, বাসন, কাপড় ও অন্যান্য জিনিস কেনার শুভ মুহূর্ত ২২ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ৷ কেনার জন্য শুভ মুহূর্ত হচ্ছে ২২ অক্টোবর শনিবার সকাল ৫:০২ মিনিট থেকে ৬:২৭ মিনিট, বিকেল ৬:০২ মিনিট থেকে ৭:২০ মিনিট, এবং রাত ৮:৫৫ মিনিট থেকে রাত ১:৫৬ মিনিট ৷ প্রতীকী ছবি।
advertisement
8/10
*২৩ অক্টোবর সোনার কেনার শুভ সয়য় হচ্ছে সকাল ৬:২৭ মিনিট থেকে সন্ধে ৬:০৩ মিনিট পর্যন্ত ৷ এই দিনের অন্য মুহূর্ত রয়েছে ৮:০২ মিনিট থেকে দুপুর ১২:২৩ মিনিট পর্যন্ত, দুপুর ১:৫০ মিনিট থেকে ৩:১৬ মিনিট পর্যন্ত এবং সন্ধে ৫:৪৪ মিনিট থেকে ০৬.০৩ মিনিট পর্যন্ত ৷ প্রতীকী ছবি।
advertisement
9/10
*কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালিত হয়। ওই দিন চোদ্দ শাক খেয়ে বাংলার ঘরে ঘরে অন্ধকার দূর করে ১৪ টি প্রদীপ জ্বেলে 'শুভ সময়' ঘরে আমন্ত্রণ জানানো হয়। অনেকে এই চতুর্দশীকে নরক চতুর্দশীও বলেন। প্রতীকী ছবি।
advertisement
10/10
*এই ভূত চতুর্দশীর দিনে ১৪ প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। ভূত চতুর্দশীকে নরক চতুর্দশীও বলা হয়। পুরাণ অনুযায়ী মনে করা হয়, এই দিন স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য উন্মোচিত হয়। একই সঙ্গে বিদেহী আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা নেমে আসেন পৃথিবীতে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Kali Puja 2022|| কবে এ বছরের কালীপুজো ও দীপাবলি? কতক্ষণ থাকবে অমাবস্যা তিথি? জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল