TRENDING:

Kalaroos Cave: কাশ্মীর থেকে সত্যিই রাশিয়া পর্যন্ত রয়েছে গুপ্ত সুড়ঙ্গ? কালারুশ গুহার যে রহস্য জানলে অবাক হয়ে যাবেন

Last Updated:
Kalaroos Cave: এই গুহাগুলির রহস্য ও কিংবদন্তি বহু বছর ধরে চলে আসছে, এবং এখনও পর্যন্ত এর কোনও সঠিক প্রমাণ পাওয়া যায়নি।
advertisement
1/10
কাশ্মীর থেকে সত্যিই রাশিয়া পর্যন্ত রয়েছে গুপ্ত সুড়ঙ্গ?কালারুশ গুহার রহস্য জেনে অবাক হবেন
কালারুশ গুহা, যা কুপওয়ারা জেলার লোলাব উপত্যকায় অবস্থিত, স্থানীয়দের মধ্যে একটি কিংবদন্তি স্থান। এই গুহাগুলি কাশ্মীরকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে এমন একটি গোপন ভূগর্ভস্থ টানেলের ধারণা নিয়ে বহু বছর ধরে লোকমুখে প্রচলিত। যদিও এর স্বপক্ষে কোনও ঐতিহাসিক প্রমাণ নেই, এই বিশ্বাস আজও প্রচলিত আছে। স্থানীয়রা বিশ্বাস করেন যে গুহাগুলির মধ্যে দিয়ে একটি গোপন পথ রয়েছে যা রাশিয়া পর্যন্ত বিস্তৃত।
advertisement
2/10
কালারুশ গুহাগুলি (Kalaroos Caves) কাশ্মীর উপত্যকার কুপওয়ারা জেলার লোলাব উপত্যকায় অবস্থিত। এই গুহাগুলি স্থানীয়দের মধ্যে "কিল-ই-রুশ" নামেও পরিচিত, যার অর্থ "রাশিয়ান দুর্গ"। স্থানীয়দের মধ্যে প্রচলিত ধারণা অনুযায়ী, এই গুহাগুলি কাশ্মীরকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে।
advertisement
3/10
এই গুহাগুলির রহস্য ও কিংবদন্তি বহু বছর ধরে চলে আসছে, এবং এখনও পর্যন্ত এর কোনও সঠিক প্রমাণ পাওয়া যায়নি। কেউ কেউ এই গুহাগুলির মধ্যে দিয়ে একটি গোপন টানেল থাকার কথা বিশ্বাস করেন, যা রাশিয়া পর্যন্ত বিস্তৃত। কিছু লোক এই গুহার ভেতরে অদ্ভুত আলোর ছটাও দেখতে পাওয়ার কথা বলেছেন। এছাড়া, কিছু গ্রামবাসী জানিয়েছেন যে তারা গুহার ভেতরে জলের শব্দও শুনেছেন।
advertisement
4/10
যদিও এই গুহাগুলির সাথে রাশিয়ার সংযোগের কোনও ঐতিহাসিক প্রমাণ নেই, স্থানীয়দের মধ্যে এই বিশ্বাস আজও প্রচলিত। কিছু অনুসন্ধানকারী এই গুহাগুলিতে খনিজ সম্পদ থাকার সম্ভাবনাও প্রকাশ করেছেন।
advertisement
5/10
প্রাকৃতিক গুহাপথকে পরে মানুষ নিজের মতো করে সাজিয়ে নিয়েছিল, সেটা দেখে বোঝা যায়। কিন্তু কবে এবং কারা এই গুহাপথ ব্যবহার করত, তার কোনও ঐতিহাসিক প্রমাণ নেই। তবে স্থানীয় বাসিন্দারা অনেকে দাবি করেছেন, তাঁরা তাঁদের পরিবারের বৃদ্ধদের কাছে শুনেছেন, অতীতে ওই গুহাপথে রাশিয়া থেকে মানুষ আসতেন ভারতে।
advertisement
6/10
সাত দরজা থেকে এই পাথরের নাম ‘সাতবারন’। আর বিশ্বাস অনুযায়ী, এই সাতটি পথের একটির অন্য প্রান্ত গিয়ে শেষ হয়েছে রাশিয়ায়। সেই বিশ্বাস থেকে স্থানীয় এলাকার নাম হয়েছে কিলা-এ-রুশ বা কালারুশ। অর্থাৎ রুশদেশের কেল্লা।
advertisement
7/10
২০১৮ সালে এই গুহার রহস্যভেদ করতে আমেরিকার ভার্জিনিয়া থেকে এসেছিলেন অ্যাম্বার এবং এরিক ফায়েস। এই দম্পতি অভিযাত্রী গুহার তিনটি প্রবেশপথ নিয়ে অনুসন্ধান করেন।
advertisement
8/10
তাঁদের অভিযানে সাহায্য করেছিলেন ওহায়োর গুহাবিশেষজ্ঞ ডাস্টিন কিসনার এবং ভারতীয় অভিযাত্রী তথা দোভাষী ভামসি রামকৃষ্ণ এবং কেরলের এক জন ইঞ্জিনিয়ার।
advertisement
9/10
অনুসন্ধানের পরে অভিযাত্রী দম্পতি জানান, তিনটির মধ্যে দু’টি গুহাপথে অতীতে যাতায়াত হলেও হতে পারে। এর মধ্যে প্রথমটির যাত্রাপথ উপরের দিকে উঠে গিয়েছে। দ্বিতীয়টি নীচের দিকে ক্রমশ নেমে গিয়েছিল।
advertisement
10/10
তৃতীয় গুহাপথে অবশ্য অনুসন্ধান শেষ করতে পারেননি দম্পতি। কারণ সেটি ভারতীয় সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে বলে শোনা যায়। তিনটি গুহাপথেই প্রচুর পরিমাণে হিমালয়ের সজারুর খোঁজ পেয়েছিলেন তাঁরা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Kalaroos Cave: কাশ্মীর থেকে সত্যিই রাশিয়া পর্যন্ত রয়েছে গুপ্ত সুড়ঙ্গ? কালারুশ গুহার যে রহস্য জানলে অবাক হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল