Joy Maa Kali: গরমের ছুটিতে ঘুরে আসুন এই কালীমন্দির থেকে, এই শক্তিপীঠের ঐতিহ্য করবে অভিভূত, মায়ের মহিমা জানুন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Joy Maa Kali: কালীর যে রূপ দেখতে অভ্যস্ত তার থেকে একদম আলাদা, বীরভূম এলে দর্শন করুন অবশ্যই, সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং তার সঙ্গে পাখিদের কোলাহলে মুখরিত এই মন্দির হবে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন ।
advertisement
1/5

আমাদের বাংলাকে বলা হয় কালী ক্ষেত্র।এখানে একাধিক কালী মন্দির রয়েছে।তবে বাংলার বীরভূমে ছড়িয়ে রয়েছে যেমন পাঁচটি সতীপীঠ ঠিক তেমনই বহু কালী মন্দির যার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে নানান জনশ্রুতি।আর এই বিষয়ে আমাদের জানিয়েছেন তারাপীঠ মন্দিরের সেবায়েত গোলক মহারাজ।
advertisement
2/5
বীরভূমের নলহাটিতে গুহ্য কালীর মন্দির রয়েছে।মহারাজ নন্দকুমার নাকি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।এমনটাই জানা যায় লোকমুখে।আমরা দেবী কালীর যে রূপ দেখে অভ্যস্থ এখানে দেবীকে তার থেকে অনেকটাই আলাদা রূপে দেখতে।পঞ্চ মুণ্ডির আসনে সর্পবেদিতে দেবী অধিষ্ঠিত এখানে।সর্প দিয়েই দেবী এখানে সুসজ্জিত।চারিধারে বিভিন্ন গাছে ঘেরা সঙ্গে পাখিদের কোলাহল নির্জনে এই মন্দির হবে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন।
advertisement
3/5
মনে করা হয় এই দেবী ভীষণই জাগ্রত। যে যা মনস্কামনা জানায় দেবীকে সেটা নাকি পূরণ হয়। এই মন্দির দক্ষিণমুখী এবং আটটি কোণ আছে এতে। মন্দিরটি ইঁট দিয়ে তৈরি।যাতে সহজেই এই মন্দির প্রদক্ষিণ করা যায় সেটার পথ করা আছে।পাথর দিয়ে তৈরি তিনটি প্রবেশ দ্বার আছে এই মন্দিরে।
advertisement
4/5
প্রত্যেক বছর কালীপুজোর সময় এই মন্দিরে মহা ধুমধাম এর সঙ্গে পুজো হয়।দূর দূরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্যে।অন্যসময় প্রত্যেক অমাবস্যার সময় এই মন্দিরে মা কালিকে বিশেষ ভোগ সহযোগে পুজো করা হয়।
advertisement
5/5
এবার প্রশ্ন আপনি এখানে পৌঁছাবেন কী ভাবে! আপনি চাইলে রামপুরহাট স্টেশন এ নেমে সেখান থেকে নালহাটি পৌঁছে যেতে পারেন যে কোনো অটো ভাড়া করে।এর জন্য আপনাকে খরচ করতে হতে পারে মাত্র 250-300 টাকা।সেখান থেকে নালহাটি মন্দিরে পুজো দিয়ে আপনি পৌঁছে যেতে পারেন এই কালী মন্দির।তাহলে এই গরমের ছুটিতে অবশ্যই ঘুরে আসুন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Joy Maa Kali: গরমের ছুটিতে ঘুরে আসুন এই কালীমন্দির থেকে, এই শক্তিপীঠের ঐতিহ্য করবে অভিভূত, মায়ের মহিমা জানুন