Janmashtami 2021: কেন জন্মাষ্টমীতে কৃষ্ণকে তালের বড়া খেতে দেওয়া হয়? জানেন এর আসল রহস্য?
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
Janmashtami 2021: এই দিন কিন্তু কৃষ্ণকে অবশ্যই তালের বড়া দিতে হবে ৷ শুধু বড়া নয়, তালের তৈরি নানারকম সুস্বাদু খাবারের পদ দিয়ে সাজিয়ে দিতে হবে কৃষ্ণের ভোগ ৷
advertisement
1/8

• আগামী সোমবার জন্মাষ্টমী ৷ আমাদের আদরের গোপালের জন্মদিন ৷ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণ হয়ে জন্ম নিয়েছিল মাতা দেবকীর গর্ভে ৷ ধর্মপ্রাণ হিন্দুদের ঘরে ঘরে চলছে এই দিন গোপাল পুজোর আয়োজন হয় ৷ দুধ-ঘি-মধুতে স্নান সেরে নতুন জামা, গয়না পরে, ফুল-চন্দন-আতরে আজ সেজে ওঠেন গোবর্ধনধারী ৷
advertisement
2/8
• জন্মাষ্টমীর পুজো শুরু হবে অষ্টমী লাগার পর ৷ এ বছর দু’টি আলাদা আলাদা দিনে পড়েছে জন্মাষ্টমী ৷ ইংরাজির ২৩ ও ২৪ অগস্ট দু’দিনই অষ্টমী থাকছে, ফলে পুজোও দু’দিন করা সম্ভব ৷ তবে সর্বসম্মতকরণে ২৩ তারিখ, শুক্রবারই জন্মষ্টমী পালিত হওয়ার কথা ৷
advertisement
3/8
• শ্রীকৃষ্ণের পুজো করার সময় কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে ৷ শাস্ত্রে রয়েছে দুর্ভাগ্যকে, সৌভাগ্যে পরিণত করতে শুধু কৃষ্ণ নামই যথেষ্ট ৷ এদিন নতুন করে সাজিয়ে তুলুন কৃষ্ণ মূর্তিকে ৷ পরান নতুন পোশাক, গয়না ৷ কৃষ্ণকে ভোগ দিন মাখন, মিছরি ৷
advertisement
4/8
• এদিন বিগ্রহকে লাল জামা পড়ান ৷ ১০ টি কয়েনে সিঁদুর এবং হলুদ লাগিয়ে গোপালের সামনে রাখুন ৷ ভোগের সঙ্গে তুলসি পাতা দিতে কিন্তু ভুলবেন না ৷ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন ৷ সকাল থেকে ঘরে কৃষ্ণ নাম করতে পারেন ৷
advertisement
5/8
• তবে এই দিন কিন্তু কৃষ্ণকে অবশ্যই তালের বড়া দিতে হবে ৷ শুধু বড়া নয়, তালের তৈরি নানারকম সুস্বাদু খাবারের পদ দিয়ে সাজিয়ে দিতে হবে কৃষ্ণের ভোগ ৷
advertisement
6/8
• ভাদ্র মাসে কৃষ্ণের জন্ম ৷ এ সময় তাল গাছে বড় বড় কালো পাকা তাল হয়ে থাকে ৷ তাই কৃষ্ণেরও পছন্দ তালের বড়, তাল ক্ষীর, তালের লুচি ৷
advertisement
7/8
• পুরাণ মতে, বাসুবেদ কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া।
advertisement
8/8
• তাই এই বড়া কৃষ্ণের খুবই প্রিয় ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Janmashtami 2021: কেন জন্মাষ্টমীতে কৃষ্ণকে তালের বড়া খেতে দেওয়া হয়? জানেন এর আসল রহস্য?