Janmashtami 2021: জন্মাষ্টমীর দিন এই নিয়মগুলো মেনে গোপালের পুজো করুন, সমৃদ্ধি উপচে পড়বে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
সংসার সুখ-সমৃদ্ধিতে ভরে তুলতে চাইলে জন্মাষ্টমীর তিথিতে নন্দ গোপালকে এই ভাবে পুজো করুন
advertisement
1/5

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি প্রতি বছর ইংরাজি ক্যালেন্ডারে অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনও এক সময়ে পড়ে।
advertisement
2/5
এ বছর জন্মাষ্টমীর পুজো হবে ৩০ অগাস্ট সোমবার ৷ সোমবার ৩০ অগাস্ট ভোর থেকেই শুরু তিথি। যা শেষ হচ্ছে ৩১ অগাস্ট মঙ্গলবার সকাল ৯টা বেজে ৪৪ মিনিটে। অষ্টমী তিথি শেষ হচ্ছে সোমবার রাত ১ টা ৫৯ মিনিটে। রোহিনী নক্ষত্র শুরু হচ্ছে ঠিক সকাল ৬টা বেজে ৩৯ মিনিটে। পঞ্জিকা অনুযায়ী সোমবার বেলা ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা ৪৪ মিনিট পর্যন্ত থাকছে শুভ যোগ। তবে মঙ্গলবার সকাল ৯টা বেজে ৪৪ মিনিট পর্যন্ত এই ব্রত পালন করা যাবে।
advertisement
3/5
এই দিন দুধ-ঘি-মধুতে স্নান সেরে নতুন জামা, গয়না পরে, ফুল-চন্দন-আতরে সেজে ওঠেন বালগোপাল ৷ আদরের গোপালের জন্য সাজানো হয় ভোগের থালা ৷ পোলাও থেকে লুচি, পায়েস থেকে লাড্ডু, নাড়ু, চকোলেট আরও কত কী ৷
advertisement
4/5
ব্রতের নিয়ম : জন্মাষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, ফুল, তুলসীপাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুড়ো, মধু পর্কের বাটি, আসন-অঙ্গুরী সংগ্রহ করতে হয়।
advertisement
5/5
নতুন করে সাজিয়ে তুলুন কৃষ্ণ মূর্তিকে ৷ পরান নতুন পোশাক, গয়না ৷ কৃষ্ণকে ভোগ দিন মাখন, মিছরি ৷ ভোগের সঙ্গে তুলসি পাতা দিতে কিন্তু ভুলবেন না ৷ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন ৷ সকাল থেকে ঘরে কৃষ্ণ নাম করতে পারেন ৷ সুগন্ধে ভরিয়ে তুলুন গোটা বাড়িকে ৷ বাড়িতে কোনও বাচ্চা থাকলে, উপহার দিন তাঁদের ৷ ১০ জন শিশুকে লাড্ডু খাওয়াতে ভুলবেন না ৷ সঙ্গে থাক অল্প মাখন ৷ ব্রতপালনের দিন সম্ভব হলে উপবাস করুন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Janmashtami 2021: জন্মাষ্টমীর দিন এই নিয়মগুলো মেনে গোপালের পুজো করুন, সমৃদ্ধি উপচে পড়বে