TRENDING:

অফিসের এইখানে রাখুন বাপ্পার মূর্তি, কর্মক্ষেত্রে উন্নতি কেউ আটকাতে পারবে না

Last Updated:
advertisement
1/6
অফিসের এইখানে রাখুন বাপ্পার মূর্তি, কর্মক্ষেত্রে উন্নতি কেউ আটকাতে পারবে না
• আজ গণেশ চতুর্থী ৷ সারা দেশ মেতে উঠেছে বাপ্পার পুজোয় ৷ তিনি সিদ্ধিদাতা গণেশ ৷ তাই সৌভাগ্য আর সমৃদ্ধি লাভের আশায় গণেশ পুজো করেন ভক্তরা ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
2/6
• আজ ঘরে বা অফিসে গণেশ মূর্তি স্থাপন করলে ভাল ফল পাওয়া যাবে ৷ বাস্তুশাস্ত্র মেনে গণপতির মূর্তি স্থাপন করা উচিত ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
3/6
• গণেশের মূর্তি বসানো উচিত ব্রহ্ম স্থানে অর্থাৎ উত্তর-পূর্ব কোণে ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
4/6
• কখনও একসঙ্গে দু’টি গণেশের মূর্তি রাখবেন না ৷ বা একটি গণেশের ছবি আর একটি মূর্তিও একসঙ্গে রাখবেন না ৷ এতে দুই শক্তির সংঘাত হয় ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
5/6
• চেষ্টা করবেন গণেশের মুখ দরজার দিকে রাখতে ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
6/6
• ভুলেও ডান দিকে শুঁড় গণেশ মূর্তি ঘরে রাখবেন না ৷ চেষ্টা করুন বাম দিকে শুঁড় গণেশ মূর্তি ঘরে রাখতে ৷ এই গণেশ মূর্তি দ্রুত প্রসন্ন হন ৷ ছবি: পিক্স্যাবে ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
অফিসের এইখানে রাখুন বাপ্পার মূর্তি, কর্মক্ষেত্রে উন্নতি কেউ আটকাতে পারবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল