TRENDING:

Rupee: বলুন দেখি...দেশের কোথায় 'টাকা' ছাপানো হয়? ৯৯ শতাংশই জানেন না সঠিক উত্তর

Last Updated:
Rupee: দেশে ৪টি ট্যাঁকশাল আছে ৪ বিভিন্ন শহরে। সেখানেই নোট ছাপানো হয়। কোথায় কোথায় রয়েছে টাকার এই ছাপাখানা?
advertisement
1/8
বলুন দেখি...দেশের কোথায় 'টাকা' ছাপানো হয়? ৯৯ শতাংশই জানেন না সঠিক উত্তর
দেশে আছে বড় এক ট্যাঁকশাল। যেখানে টাকা ছাপানো হয়। ভারতীয় মুদ্রাও তৈরি হয় এখানেই। ভারতীয় টাকার ইতিহাস হাজার বছরের পুরনো।
advertisement
2/8
যদিও টাকার মাপ এবং আকৃতি সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে। প্রথম কবে নোট ছাপানো হয়েছিল ভারতে, জানেন?
advertisement
3/8
ব্রিটিশ আমলে, ১৮৬১ সাল। স্বাধীনতার পর ভারত নিজ দায়িত্বে নোট ছাপানো শুরু করে। সম্রাট শের শাহ সুরি "রুপি" শব্দটি ব্যবহার করেছিলেন ভারতের মুদ্রাকে বর্ণনা করার জন্য। ভারতের প্রথম জলছাপযুক্ত মুদ্রা নোট ১৮৬১ সালে ব্রিটিশ প্রশাসনের সময় তৈরি হয়েছিল। তবে, এর অত্যধিক ব্যয়ের কারণে এই প্রথা পরবর্তীতে বন্ধ করা হয়।
advertisement
4/8
দেশে ৪টি ট্যাঁকশাল আছে ৪ বিভিন্ন শহরে। সেখানেই নোট ছাপানো হয়। কোথায় কোথায় রয়েছে টাকার এই ছাপাখানা? বলতে পারবেন?
advertisement
5/8
মহারাষ্ট্রের নাসিকে এবং মধ্যপ্রদেশের দেওবাস শহরে রয়েছে দুটি বড় ট্যাঁকশাল। কর্নাটকের মাইসোর এবং পশ্চিমবঙ্গের শালবনীতে রয়েছে বাকি দুটি ট্যাঁকশাল।    
advertisement
6/8
দেশের প্রথম নোট ছাপার কারখানা তৈরি হয়েছিল ১৯২৬ সালে, নাসিকে। এই সব ছাপাখানার মধ্যে ২টি হল সরকারি। আর বাকি দুটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে।
advertisement
7/8
তবে এগুলো শুধুমাত্র নোট ছাপানোর জায়গা। কয়েন কোথায় বানানো হয় জানেন? সরকারের অধীনে ৪টি মুদ্রা বানানোর কারখানা রয়েছে হায়দরাবাদ, কলকাতা এবং নয়ডায়। 
advertisement
8/8
ভারতের মুদ্রা নোট মুদ্রণের দায়িত্ব রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। একই সময়ে, মুদ্রা (কয়েন) তৈরি করার দায়িত্ব ভারত সরকারের। 
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Rupee: বলুন দেখি...দেশের কোথায় 'টাকা' ছাপানো হয়? ৯৯ শতাংশই জানেন না সঠিক উত্তর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল