Indian Railways Viral News: 'আঙ্কল জি ব্যাগটা খুলুন', GRP-র কথায় যাত্রী বলল, 'চাবি হারিয়ে ফেলেছি', এল চাবিওয়ালা,ব্যাগ থেকে যা বার হল, গোটা স্টেশনে তোলপাড়
- Published by:Rukmini Mazumder
Last Updated:
লখনউ জিআরপি সূত্রে জানা যায়, অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে তল্লাশি চালাচ্ছিল জিআরপি। সেই সময় ১ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় জিআরপি-র। ব্যক্তির হাতে ছিল একটি ব্রিফকেস।
advertisement
1/7

আমাদের দেশের প্রধান লাইফলাইন হল ট্রেন। প্রতিদিন গোটা দেশজুড়ে কোটি কোটি মানুষ রেলে যাতায়াত করে। রেলযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারতীয় রেল কর্তৃপক্ষ। জিআরপি বা গভর্নমেন্ট রেল পুলিশ ট্রেন ও রেলস্টেশনে চুরি, ডাকাতি, বিষপ্রয়োগ এবং চোরাচালান রুখতে এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য এক বিশেষ অভিযান শুরু করেছে। আর এই অভিযানের চলাকালীনই সামনে এল চমকে দেওয়া এক ঘটনা!
advertisement
2/7
ঠিক কী ঘটেছিল? লখনউ জিআরপি সূত্রে জানা যায়, অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে তল্লাশি চালাচ্ছিল জিআরপি। সেই সময় ১ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় জিআরপি-র। ব্যক্তির হাতে ছিল একটি ব্রিফকেস।
advertisement
3/7
জিআরপি জানায়, অন্যান্য যাত্রীরা এক্সিট গেট দিয়ে স্টেশন থেকে বার হচ্ছিলেন, কিন্তু সেই সন্দেহজনক যাত্রী রেললাইনের উপর দিয়ে পালানোর চেষ্টা করছিল। এতে সন্দেহ আরও জোরদার হয়। জিআরপি আধিকারিকরা ব্যক্তিকে থামতে বলেন। কিন্তু সে'কথা কানেই তোলে না ব্যক্তি। সে রেললাইন পার হওয়ার চেষ্টা চালাতে থাকে। তখনই তার পথ আটকায় জিআরপি।
advertisement
4/7
জিআরপি-র জওয়ানরা দৌড়ে সেই যাত্রীর কাছে গিয়ে বলেন, '' আঙ্কল জি, আপনার ব্রিফকেসটা একটু খুলুন, চেক করা হবে।'' এই কটা শুনে থতমত খেয়ে যায় যাত্রী। দ্বিধাজড়িত গলায় বলে, '' ব্রিফকেসের তালা ভেঙে গিয়েছে। আমি নিজেই কখন থেকে খোলার চেষ্টা করছি, কিন্তু পারছি না।''
advertisement
5/7
জিআরপি-ও ছেড়ে দেওয়ার পাত্র নয়! যাত্রীর সাফাই শোনার পর খোদ জিআরপিজওয়ানরা একজন তালা-চাবিওয়ালাকে ডাকেন। চাবিওয়ালা ব্রিফকেসের তালা খোলে। দেখা যায়, ব্রিফকেসের উপরে কাপড়-জামা। কিন্তু জওয়ানরা যখন কাপড় সরাতে শুরু করেন, তখনই চেঁচিয়ে ওঠে সেই ব্যক্তি। বলে, '' ব্রিফকেসের ভিতরে ওষুধ আছে।''
advertisement
6/7
জওয়ানরা যাত্রীর কথায় কর্ণপাত করেন না! দ্রুত হাতে ব্রিফকেসের কাপড় সরাতেই চোখ কপালে উঠল! চমকে উঠলেন জিআরপি আধিকরিকরা! ব্রিফকেসের ভিতরে রাখা মদের বোতল। জেরায় অভিযুক্ত যাত্রী জানায়, তার নাম সচিন যাদব। সে মদের চোরাচালানের সঙ্গে জড়িত।
advertisement
7/7
অভিযুক্ত জানায়, দীর্ঘদিন ধরেই সে মদের চোরাচালানের সঙ্গে যুক্ত। এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত? নেপথ্যে কি রয়েছে বড় কোনও র‍্যাকেট? তদন্ত করে দেখছে জিআরপি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways Viral News: 'আঙ্কল জি ব্যাগটা খুলুন', GRP-র কথায় যাত্রী বলল, 'চাবি হারিয়ে ফেলেছি', এল চাবিওয়ালা,ব্যাগ থেকে যা বার হল, গোটা স্টেশনে তোলপাড়