Indian Railways: বলুন তো দেখি, দেশের কোন জংশন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম নেই? উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Railways This Junction Station Of India Does Not Have Number One Platform: ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যেগুলি আমাদের অজানা। যেমন এই দেশেই রয়েছে এমন এক ব্যস্ততম রেল জংশন। রেল জংশন হলেও নেই কোনও এক নম্বর প্ল্যাটফর্ম।
advertisement
1/7

ভারতীয় গণপরিবহনের সবথেকে বড় মাধ্যম হল রেল। দেশের কোটি কোটি মানুষ নিত্যদিন গন্তব্যে পৌছনোর জন্য রেলের উপর নির্ভরশীল। দেশের বিভিন্ন প্রান্তে জুড়ে ছড়িয়ে রয়েছে রেল লাইন। যা আরও বাড়ানোর কাজ চলছে।
advertisement
2/7
তবে ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যেগুলি আমাদের অজানা। যেমন এই দেশেই রয়েছে এমন এক ব্যস্ততম রেল জংশন। রেল জংশন হলেও নেই কোনও এক নম্বর প্ল্যাটফর্ম। ২ নম্বর থেকে শুরু। এর কারণ জানলে অবাক হবেন।
advertisement
3/7
রেল জংশনে প্ল্যাট ফর্মের সংখ্যা অন্যান্য সাধারণ স্টেশনের থেকে অনেক বেশি হয়। ব্যস্ততাও থাকে বেশি। সেই রেল স্টোশনেও রয়েছে সবকিছুই। শুধু নেই বলতে এক নম্বর প্ল্যাট ফর্ম। অনেকের কাছেই অজানা সেই রেল স্টেশনের নাম।
advertisement
4/7
সেই রেল স্টেশনের নাম হল বারাউনি জংশন। গঙ্গার ধার ঘেঁষে বারাউনি গ্রামের নাম থেকেই এই বারাউনি রেলস্টেশনের নাম। যা বিহারের বেগুসরাই জেলার মধ্যে অবস্থিত। যা দেশের অন্যতম ব্যস্ত একটি রেল জংশন।
advertisement
5/7
বিহারের পুরনো রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম এটি। অত্যন্ত ব্যস্ত এই জংশন হয়ে নানা প্রান্তে ট্রেন চলে যাচ্ছে। এই বারাউনি স্টেশনে কিন্তু ১ নম্বর বলে কোনও প্ল্যাটফর্ম নেই। তবে বাকি নম্বরের প্ল্যাটফর্ম রয়েছে।
advertisement
6/7
বারাউনি স্টেশনে আপনি খুঁজলেও কোনওভাবেই পাবেন না এক নম্বর প্ল্যাট ফর্ম। কিন্তু কেন এমনটা হল? জানা যাচ্ছে, এই বারাউনি রেল জংশনে এক জায়গায় ২টি লাইন একসঙ্গে যুক্ত হয়েছে। তাই ২ নম্বর প্ল্যাটফর্ম আসলে ২টি রয়েছে। যেখানে একটি আপ ও একটি ডাউন লাইন।
advertisement
7/7
এই ২টি লাইন সংযুক্ত হয়েছে স্টেশনেই। ফলে ২ নম্বর প্ল্যাটফর্ম ২টি রয়েছে এই স্টেশনে। সেই কারণেই বিহারের বারাউনি রেল জংশনে আজ পর্যন্ত কোনও ১ নম্বর প্ল্যাটফর্ম নেই। যা ভারতীয় রেলের এক অবাক বিস্ময়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: বলুন তো দেখি, দেশের কোন জংশন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম নেই? উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ