'টিকিট শো করুন, ম্যাডাম...?' কানে ইয়ারফোন, হাতে ফোন, তরুণীর দিকে এগোলেন TTE, পরক্ষণেই যা করলেন, পায়ের তলা থেকে মাটি সরল 'টিচারের'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: সম্প্রতি এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। ভারতীয় রেলের একটি ট্রেনের এসি কামরার ভিতরে যা ঘটল তা দেখে রীতিমতো লজ্জা পাবেন সমাজের তথাকথিত শিক্ষিত মানুষ জন।
advertisement
1/10

সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই নিত্যনতুন ছবি, ভিডিও পোস্ট হয় যা মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পরে। কখনও এই দৃশ্য হয় মজাদার তো কখনও তা দেখলে তাজ্জব হয়ে যেতে হয়। আসলে রাস্তা ঘাটে, ট্রেনে বাসে প্রতি মুহূর্তে এমন অনেক ঘটনা ঘটে যা অবিশ্বাস্য বললেও কম বলা হয়।
advertisement
2/10
সম্প্রতি এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। ভারতীয় রেলের একটি ট্রেনের এসি কামরার ভিতরে যা ঘটল তা দেখে রীতিমতো লজ্জা পাবেন সমাজের তথাকথিত শিক্ষিত মানুষ জন।
advertisement
3/10
বস্তুত বিহার থেকে এমন একটি ভিডিও সামনে এসেছে যা সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন তুলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একজন ট্রেনের টিটিই বারবার একটি মেয়েকে তাঁর টিকিট দেখাতে বলছেন। নরমে গরমে তাঁকে টিকিট 'শো' করতে বলছেন।
advertisement
4/10
অথচ মেয়েটি বারবার বলছে, "আপনি আসলে আমাকে উত্তক্ত করতেই এমনটা করছেন," কিন্তু টিটিই তার অবস্থান পরিবর্তন করে, পাল্টা বলেন, "তুমি তো বিহার সরকারের একজন সরকারি কর্মচারি। তবুও, তুমি টিকিট না কেটে এসি কামরায় উঠছ! তুমি টিকিট ছাড়াই দিব্যি যাতায়াত করছ।"
advertisement
5/10
আর এভাবেই দু'জনের মধ্যে তীব্র বাক্য বিনিময় হতে দেখা যায় ভিডিওটিতে। ভাইরাল ভিডিওটি দেখে মনে হয় টিটিই নিজেই ওই ভিডিওটি করছেন। যেখানে বিহারে কর্মরত একজন মহিলা শিক্ষিকা এবং একজন টিটিই-র মধ্যে উত্তপ্ত তর্ক হতে দেখা যাচ্ছে।
advertisement
6/10
যে ভিডিওটি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে একটি অল্প বয়সি মেয়ে এসি কোচের লোয়ার বার্থের জানালার কাছে বসে আছে, কানে ইয়ারফোন লাগিয়ে দিব্যি মোবাইল ফোন চার্জ করছেন।
advertisement
7/10
আর ঠিক তখনই টিটিই এসে তার কাছে ট্রেনের টিকিট চায়। মেয়েটি বলে, "আমি জানি তুমি আমাকে বিরক্ত করতে চাইছ।" টিটিই উত্তর দেয়, "আপনার টিকিট নেই, ম্যাডাম। আমরা কী করতে পারি?" মেয়েটি উত্তর দেয়, "আমি চলে যাচ্ছি, তুমি আমাকে কেন বিরক্ত করছ?"
advertisement
8/10
ভিডিওতে, মেয়েটি টিটিইকে বলে, "তুমি আমাকে হয়রানি করার জন্য এটা করছ।" তারপর, সে তার ফোনে কারও নম্বর ডায়াল করতেও শুরু করে। টিটিই বারবার বলে, "আপনি যদি টিকিট না কাটেন তাহলে আমরা কী করতে পারি? আপনি তো বিহার সরকারের একজন শিক্ষক, তবুও সবসময় টিকিট ছাড়াই ভ্রমণ করে চলেছেন।"
advertisement
9/10
দুজনের মধ্যে একপ্রস্ত চরম উত্তপ্ত বাক্য বিনিময় চলে। এই সময়, মেয়েটি টিটিই-র হাত থেকে তাঁর মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু টিকিট পরীক্ষক প্রতিবাদ করতে পিছিয়ে যান তরুণী। এর কিছুক্ষণ পর, মেয়েটি সিট্ ছেড়ে চলে যেতে থাকে।
advertisement
10/10
সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া এই ভিডিওটি চরম ঝড় তুলেছে। ভিডিও দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, "এটা কার দোষ? টিটিই'র নাকি মেয়েটির?" মানুষ নানা মন্তব্য করছে। তারা বলছে, মেয়েটির পরিবর্তে একটি ছেলে হলে টিটিই তাঁকে এতক্ষণে গ্রেফতার করে জেলে পাঠাত।" যদিও দৃশ্যটি বিহারের কোন ট্রেন বা কোথায় তোলা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'টিকিট শো করুন, ম্যাডাম...?' কানে ইয়ারফোন, হাতে ফোন, তরুণীর দিকে এগোলেন TTE, পরক্ষণেই যা করলেন, পায়ের তলা থেকে মাটি সরল 'টিচারের'!