TRENDING:

Indian Railways: 'ব্যাগ খোলো', RPF-এর কথায় মুখ শুকনো যাত্রীর...'ব্যাগে দিওয়ালি গিফট', ব্যাগ থেকে তার পর যা বার হল, ঘাম ছুটল পুলিশেরও

Last Updated:
উৎসবের মরশুম চলছে! দুর্গাপুজো, লক্ষীপুজো শেষে এখন দীপাবলি, ছট, ভাইফোঁটা! অনেকেই বাইরে বেড়াতে যাচ্ছেন, অনেকে আবার ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছেন। ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়, স্টেশনে যাত্রীদের ঢল নেমেছে! এই পরিস্থিতিতে সবরকম অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর রেল
advertisement
1/7
'ব্যাগ খোলো', RPF-এর কথায় মুখ শুকনো যাত্রীর...'ব্যাগে দিওয়ালি গিফট', তার পর যা হল...
উৎসবের মরশুম চলছে! দুর্গাপুজো, লক্ষীপুজো শেষে এখন দীপাবলি, ছট, ভাইফোঁটা! অনেকেই বাইরে বেড়াতে যাচ্ছেন, অনেকে আবার ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছেন। ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়, স্টেশনে যাত্রীদের ঢল নেমেছে! এই পরিস্থিতিতে সবওরকম অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর রেল! প্রতিনিয়ত ট্রেন ও স্টেশন জুড়ে চলছে তল্লাশি, চেকিং! আর সদ্য তল্লাশি চলাকালীনই এমন এক ঘটনার সম্মুখীন হল আরপিএফ জওয়ানরা, শুনলে রাতের ঘুম উড়বে! ঠিক কী হয়েছিল?
advertisement
2/7
তল্লাশির সময় এক যাত্রীকে দেখে সন্দেহ হয় আরপিএফ-এর। তার পথ আটকায় জওয়ানরা। বলা হয়, ' ব্যাগ খুলুন, দেখান ভিতরে কী আছে'! পুলিশের কথায় থতমত খেয়ে যায় যাত্রী! দ্বিধাজড়িত গলায় বলে, 'দীপাবলির জন্য বাড়ি যাচ্ছি। ব্যাগে বাড়ির সবার জন্য উপহার আছে।'
advertisement
3/7
যাত্রীর কথা মানতে চান না আরপিএফ! যাত্রীকে জোর করা হয় ব্যাগ খোলার জন্য! শেষমেশ বাধ্য হয়েই ব্যাগ খোলে যাত্রী। দেখা যায়, ব্যাগের একেবারে উপরেই রয়েছে একটা কাপড়! সেটা সরাতেই আরপিএফ জওয়ানদের চোখ কপালে ওঠে! এ কী? ব্যাগের ভিতরে সার দিয়ে সাজানো মদর বোতল।
advertisement
4/7
তল্লাশি চলছিল পূর্ব রেলের হাওড়া, আসানসোল ও মালদহ ডিভিশনে। আরপিএফ-এর “অপারেশন সতর্ক”-এর সেই অভিযান চলাকালীনই চোখ কপালে উঠল খোদ পুলিশ প্রসাসনের। ট্রেন ও স্টেশন থেকে উদ্ধার হল মোট ৪৬ লক্ষ টাকা নগদ এবং ১৭৩ বোতল বিদেশি মদ।
advertisement
5/7
বোলপুর, বামনগাছি, আসানসোল, জামালপুর ও ভাগলপুর স্টেশনে এই অভিযান চালানো হয়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বোলপুর স্টেশনে এক ব্যক্তির কাছ থেকে ১৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বামনগাছি স্টেশন থেকে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ২৭ লক্ষ নগদ টাকা এবং অন্য এক ব্যক্তির কাছ থেকে মেলে ৫৩ বোতল বিদেশি মদ।
advertisement
6/7
এখানেই শেষ নয়! আসানসোল স্টেশন থেকে এক ব্যক্তিকে ৫৪ বোতল মদ-সহ গ্রেফতার করা হয়েছে। জামালপুর স্টেশনে উদ্ধার হয়েছে ৪৯ বোতল মদ এবং ভাগলপুর স্টেশন থেকে উদ্ধার হয়েছে ১৭ বোতল মদ।
advertisement
7/7
উদ্ধার হওয়া নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হবে উৎস খতিয়ে দেখার জন্য। আশা করা হচ্ছে রেলের এই পদক্ষেপ কালো টাকা ও চোরাচালান রুখতে সাহায্য হবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: 'ব্যাগ খোলো', RPF-এর কথায় মুখ শুকনো যাত্রীর...'ব্যাগে দিওয়ালি গিফট', ব্যাগ থেকে তার পর যা বার হল, ঘাম ছুটল পুলিশেরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল