Indian Railways: 'UPI-তে টাকা আসেনি...', বলেই কব্জি থেকে ছিনতাই ঘড়ি! তারপর? ট্রেনের কামরায় অবিশ্বাস্য কাণ্ড
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Indian Railways: জব্বলপুর থেকে ট্রেন ছাড়ার সময় যাত্রীর UPI পেমেন্ট ব্যর্থ হওয়ার পর তাকে ওই সিঙাড়া বিক্রেতাকে একটি ঘড়ি দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত কী হল জানেন?
advertisement
1/7

রেলের কামরায় কত ঘটনাই না ঘটে। তবে শনিবার জব্বলপুর থেকে ট্রেন ছাড়ামাত্র যা ঘটল তা হয়তো কোনওদিন কেউ শোনেনি।
advertisement
2/7
ট্রেনের কামরায় তখন সিঙাড়া বিক্রি করতে উঠেছিলেন সন্দীপ গুপ্তা নামে এক বিক্রেতা। তিনি এক যাত্রীকে সিঙাড়া দেন। ওই ব্যক্তি অনলাইনে টাকা দেবেন বলে জানান।
advertisement
3/7
ইউপিআইয়ের মাধ্যমে সিঙাড়ার দাম মেটাতে শুরু করেন যাত্রী। কিন্তু কোনও কারণে সেটি কিছুতেই হচ্ছিল না।
advertisement
4/7
জব্বলপুর থেকে ট্রেন ছাড়ার সময় যাত্রীর UPI পেমেন্ট ব্যর্থ হওয়ার পর তাকে ওই সিঙাড়া বিক্রেতাকে একটি ঘড়ি দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ।
advertisement
5/7
পশ্চিম মধ্য রেলওয়ের সিপিআরও হর্ষিত শ্রীবাস্তব বলেন, "ঘটনাটি ১৭ অক্টোবর সন্ধ্যায় ঘটে। জব্বলপুর স্টেশনে, একজন বিক্রেতার কাছে একজন যাত্রীর কিছু কেনার পর তার ঘড়ি ছিনিয়ে নেন।"
advertisement
6/7
তিনি আরও জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, রেলওয়ে প্রশাসন বিক্রেতাকে শনাক্ত করে এবং তাকে রেলওয়ে আইনের অধীনে গ্রেফতার করা হয় এবং একটি মামলা দায়ের করা হয়। (ছবি সৌজন্যে এ আই)
advertisement
7/7
যে লাইসেন্সের অধীনে তিনি কাজ করতেন তা বাতিল করা হচ্ছে। বিক্রেতার নাম সন্দীপ গুপ্ত।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: 'UPI-তে টাকা আসেনি...', বলেই কব্জি থেকে ছিনতাই ঘড়ি! তারপর? ট্রেনের কামরায় অবিশ্বাস্য কাণ্ড