TRENDING:

Indian Railways: দেশের এমন দুটি স্টেশন, পৌঁছতে লাগে মাত্র ১ সেকেন্ড! রয়েছে এই কলকাতাতেই, অবাক করা তথ্য

Last Updated:
Indian Railways: এমন দুই স্টেশনের কথা আপনাদের জানাচ্ছি, যে দুই স্টেশনের মধ্যে ট্রেন চলাচলে সময় লাগে মাত্র ১ সেকেন্ড!
advertisement
1/6
দেশের এমন ২ স্টেশন, পৌঁছতে মাত্র ১ সেকেন্ড! রয়েছে এই কলকাতাতেই, অবাক করা তথ্য
ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরণের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল।
advertisement
2/6
ভারতবর্ষের নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে এমন বহু অসামান্য রেল স্টেশন, যেগুলিকে ঘিরে রয়েছে অনেক জানা অজানা ইতিহাস। আর সেই সূত্রেই এমন দুই স্টেশনের কথা আপনাদের জানাচ্ছি, যে দুই স্টেশনের মধ্যে ট্রেন চলাচলে সময় লাগে মাত্র ১ সেকেন্ড!
advertisement
3/6
অবাক হয়ে যাচ্ছেন? দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত, তা নিয়ে ধন্দ্বে পড়ে যাচ্ছেন? এই দুই স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ২০০ মিটার! সাধারণত, দুটি আলাদা আলাদা স্টেশনের মধ্যে অনেকটাই দূরত্ব থাকে। হল্ট স্টেশনগুলোর দূরত্ব অন্তত ২-৩ কিমি হয়ে থাকে।
advertisement
4/6
কিন্তু এই স্টেশনদুটি ব্যতিক্রম। অবাক করা বিষয় হল, এই দুটি স্টেশন রয়েছে খাস কলকাতাতেই। স্টেশন দুটি হল কলকাতা সাব-আর্বান রেলের অধীনে টালিগঞ্জ এবং লেকগার্ডেন্স স্টেশন। খুবই সামান্য দূরত্ব এই স্টেশনদুটির মধ্যে।
advertisement
5/6
এমনকি টালিগঞ্জের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন্সের প্ল্যাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার! শুনলে অবাক হয়ে যাবেন, এই দূরত্ব লোকাল ট্রেনের ৪ টে বগির সমান।
advertisement
6/6
অবশ্য দেশের আরও অনেক জায়গাতেই এরকম কম দূরত্বে স্টেশন আছে। কিন্তু এত কম দূরত্বের দুটি স্টেশন গোটা দেশে কোথাও নেই। আরও আশ্চর্যের বিষয় হল, ১২ কোচের ট্রেন দাঁড়িয়ে গেলে এই দুই স্টেশন থেকেই যাত্রীরা ট্রেনে উঠে যেতে পারেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: দেশের এমন দুটি স্টেশন, পৌঁছতে লাগে মাত্র ১ সেকেন্ড! রয়েছে এই কলকাতাতেই, অবাক করা তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল