Express Train AC Coach temparature: শীতেও ট্রেনে এসি কোচ বুক করেছেন? জানেন এসি কামরার তাপমাত্রা কত থাকে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
AC Coach temparature in Winter: যত দিন যাচ্ছে এসি কামরার চাহিদা বাড়ছে। গরমের সময় তো বটেই, শীতের সময়েও এসি কামরার চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু জানেন কি এসি কামরার তাপমাত্রা কত থাকে?
advertisement
1/7

কিন্তু জানেন কি এসি কামরার তাপমাত্রা কত থাকে?বাতানুকুল কামরায় ট্রেন এবং ট্রেনের সময়ের উপর নির্ভর করে কামরার তাপমাত্রা বদলায়। এছাড়াও কী ধরনের কোচ তার উপরেও তাপমাত্রা খানিকটা নির্ভর করে। প্রতীকী ছবি।
advertisement
2/7
গরমের সময়ে কম খরচে, আরামে দ্রুত যাওয়ার জন্য ট্রেনের এসি কামরা খুবই গুরুত্বপূর্ণ। যত দিন যাচ্ছে এসি কামরার চাহিদা বাড়ছে। গরমের সময় তো বটেই, শীতের সময়েও এসি কামরার চাহিদা থাকে তুঙ্গে। প্রতীকী ছবি।
advertisement
3/7
ট্রেনের এলএইচবি কোচের ক্ষেত্রে তাপমাত্রা রাখা হয় ২৩ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ না খব ঠান্ডা, না গরম- এই তাপমাত্রায় যাত্রীরা স্বচ্ছন্দ্য বোধ করেন। প্রতীকী ছবি।
advertisement
4/7
ট্রেনের এলএইচবি কোচের ক্ষেত্রে তাপমাত্রা রাখা হয় ২৩ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ না খব ঠান্ডা, না গরম- এই তাপমাত্রায় যাত্রীরা স্বচ্ছন্দ্য বোধ করেন। প্রতীকী ছবি।
advertisement
5/7
নন-এলএইচবি রেকের ক্ষেত্রে ইলেক্ট্রনিক থার্মোস্ট্যাটের সাহায্যে তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। অন্য দিকে, শীতে বাইরের তাপমাত্রার অনেক কমে গেলেও এসি কামরার ক্ষেত্রে এই তাপমাত্রা বজায় থাকে। প্রতীকী ছবি।
advertisement
6/7
পাশাপাশি বিভিন্ন ধরনের এসি কোচের উপর নির্ভর করে এসির ক্যাপাসিটিও বদলায়। আইসিএফ রেকের ক্ষেত্রে প্রথম শ্রেণির এসি কোচে একটি ৬.৭ টন এসি ইনস্টল করা থাকে। প্রতীকী ছবি।
advertisement
7/7
অন্যদিকে, সেকেন্ড এসির একটি কামরায় ৫.২ টনের দুটো এসি এবং থার্ড এসির প্রতিটি কামরায় ৭ টনের দুটো এসি ইনস্টল করা থাকে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Express Train AC Coach temparature: শীতেও ট্রেনে এসি কোচ বুক করেছেন? জানেন এসি কামরার তাপমাত্রা কত থাকে