Indian Railways: ট্রেনের কামরায় তরুণীতে 'দিওয়ানা' টিটিই, টিকিট চেক-এর পরই যা করে বসলেন, রাগে ফেটে পড়লেন যাত্রী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ট্রেনে সফর করছিলেন এক তরুণী। নিয়মমাফিক টিকিট পরীক্ষক কামরায় আসেন টিকিট চেক করতে! তরুণী তাঁকে টিকিট দেখান। তার পর যা ঘটল, জানলে চমকে উঠবেন!
advertisement
1/5

 নিত্যদিন ভারতীয় রেলওয়ের নানা খবর প্রকাশ্যে আসে! কিন্তু এবার যে খবর সামনে এল, শুনে চোখ কপালে উঠবে! তবে গোড়া থেকেই বলা যাক! ট্রেনে সফর করছিলেন এক তরুণী। নিয়মমাফিক টিকিট পরীক্ষক কামরায় আসেন টিকিট চেক করতে! তরুণী তাঁকে টিকিট দেখান। তার পর যা ঘটল, জানলে চমকে উঠবেন!
advertisement
2/5
 ঠিক কী ঘটেছিল? টিটিই চলে যাবার পর তরুনী তাঁর ফোন স্ক্রল করতে থাকেন আর তখনই চমক লাগে! তরুণী দেখেন ওই টিটিই তাঁকে ইনস্টাগ্রামে ফলো রিকোয়েস্ট পাঠিয়েছেন। গোটা ঘটনার কথা সমাজমাধ্যমের পাতায় জানিয়ে তরুণী একটি পোস্ট শেয়ার করেছেন।
advertisement
3/5
 ‘আর/ইন্ডিয়ানরেলওয়েজ’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে এক তরুণী তাঁর ট্রেন সফরের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তরুণী জানান, তিনি যে কামরায় ছিলেন, সেখানে টিকিট পরীক্ষা করতে এসেছিলেন এক তরুণ টিকিট পরীক্ষক। টিকিট পরীক্ষা করে তিনি চলে যান আর তার পরেই তরুণীর ফোনে একটি নোটিফিকেশন আসে
advertisement
4/5
 তরুণী দেখেন, টিটিই তাঁকে ইনস্টাগ্রামে ফলো রিকোয়েস্ট পাঠিয়েছেন। তরুণীর দাবি, টিকিট পরীক্ষক ট্রেনের যাত্রিতালিকা দেখে তাঁর নাম খুঁজে পেয়েছেন। তার পর ইনস্টাগ্রামে সেই তরুণীর অ্যাকাউন্ট খুঁজে তাঁকে ফলে রিকোয়েস্ট পাঠিয়েছে।
advertisement
5/5
 টিকিট পরীক্ষকের এহেন আচরণে রেগে যান তরুণী। ঘটনার উল্লেখ করে তিনি নেটাগরিকদের কাছে জানতে চান যে, অন্য কেউ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: ট্রেনের কামরায় তরুণীতে 'দিওয়ানা' টিটিই, টিকিট চেক-এর পরই যা করে বসলেন, রাগে ফেটে পড়লেন যাত্রী
