TRENDING:

Indian Railways:মঙ্গল এক্সপ্রেসের AC 2 কোচে যাচ্ছিল নাইজেরিয়ার মহিলা, 'তোমার খেল খতম'...RPF-এর হুঙ্কারে কেঁপে উঠল বিদেশিনী, তার ব্যাগ থেকে যা মিলল,শুনলে গায়ে কাঁটা দেবে

Last Updated:
দিল্লি থেকে মুম্বই হজরত নিজামউদ্দিন-এর্ণাকুলাম মঙ্গল এক্সপ্রেস (১২৬১৮) ট্রেনে এ কী কাণ্ড! ট্রেনে করে ৩৬ কোটি টাকার মাদক পাচার করছিলেন এক নাইজেরিয়ান মহিলা
advertisement
1/7
AC 2 কোচে যাচ্ছিল নাইজেরিয়ার মহিলা, 'তোমার খেল খতম'...RPF-এর হুঙ্কারে কেঁপে উঠল সে,তার পর?
দিল্লি থেকে মুম্বই হজরত নিজামউদ্দিন-এর্ণাকুলাম মঙ্গল এক্সপ্রেস (১২৬১৮) ট্রেনে এ কী কাণ্ড! ট্রেনে করে ৩৬ কোটি টাকার মাদক পাচার করছিলেন এক নাইজেরিয়ান মহিলা। মুম্বইয়ের পানভেলে ধরা পড়ে যায় সে। দিল্লি থেকে মুম্বই পর্যন্ত মাদক পাচারের জন্য তিনি এই সাধারণ ট্রেনটিকে কেন বেছে নিয়েছিল নাইজেরিয়ার মহিলা? সেই রহস্যও ফাঁস হয়েছে।
advertisement
2/7
দুই দিন আগে সেন্ট্রাল রেলওয়ের আরপিএফ (RPF) দল, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বেঙ্গালুরু এবং ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (CIB) কুরলা, মুম্বই মিলে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দাফাশ করেছে। নাইজেরিয়ার ওই মহিলা দিল্লি থেকে মুম্বই মাদক নিয়ে যাচ্ছিল।
advertisement
3/7
দিল্লি থেকে মুম্বই রুটে রাজধানী, তেজস ছাড়াও প্রতিদিন প্রায় ১০টি সুপারফাস্ট ট্রেন চলে। কিন্তু মহিলা এমন একটি ট্রেন খুঁজছিল, যা একেবারেই ধীর গতির — অর্থাৎ মাঝপথে বহু স্টেশনে থামে এবং গন্তব্যে পৌঁছতে অনেক সময় নেয়। হজরত নিজামুদ্দিন-এর্ণাকুলাম মঙ্গল এক্সপ্রেস ছিল এমনই একটি ট্রেন, যা ২৬৭১ কিমি পথ অতিক্রম করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছয়। এই রূতে ট্রেনটি ৪৩টি জায়গায় থামে। এই ট্রেনে যাতায়াতকারী অধিকাংশ যাত্রীই দক্ষিণ ভারতের দিকে যান।
advertisement
4/7
ওই মহিলা দিল্লির নিজামউদ্দিন স্টেশন থেকে না উঠে ট্রেনে ওঠেন ফারিদাবাদ স্টেশন থেকে। রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে স্টেশনে তল্লাশি খুব কড়া হয়, কিন্তু এই ট্রেনটি ভোর ৬টা নাগাদ ফারিদাবাদে পৌঁছনোর কারণে সেখানে তল্লাশির সম্ভাবনা কম ছিল। এই সুযোগকেই কাজে লাগায় মহিলা এবং দিল্লির পরিবর্তে ভোরবেলা ফারিদাবাদ থেকে ট্রেনে ওঠে। দিল্লি থেকে মুম্বই পর্যন্ত এই ট্রেনটি ১৭টি স্টেশনে থামে, যেখানে রাজধানীর মতো ট্রেনগুলি মাত্র ৬ থেকে ৭টি স্টেশনে থামে।
advertisement
5/7
এই ট্রেনটি একটি দীর্ঘপথ অতিক্রমকারী ট্রেন এবং এটি এর্ণাকুলাম পর্যন্ত যায়। মুম্বইয়ের প্রধান স্টেশনগুলিতে নামলে তল্লাশির সম্ভাবনা থাকত এবং ধরা পড়ার ঝুঁকি বাড়ত। কিন্তু যেহেতু এই ট্রেনটি মুম্বই পেরিয়ে আরও দূরে যায়, তাই পানভেলের মতো ছোট স্টেশনে নামা সহজ ছিল।
advertisement
6/7
স্মাগলার মহিলা ফারিদাবাদ থেকে পানভেল পর্যন্ত AC 2 শ্রেণির টিকিটে সফর করছিল, এবং ট্রেনের কামরা থেকেই তাকে গ্রেফতার করা হয়।
advertisement
7/7
এই ট্রেনে এসি থ্রি এবং এসি টু শ্রেণির কোচ রয়েছে। এছাড়াও স্লিপার ও সাধারণ শ্রেণির কোচও আছে। যেহেতু এসি থ্রি কোচে যাত্রীসংখ্যা বেশি, তাই ব্যাগেজও বেশি থাকে। এই কারণে সেখানে মাদক বহনে সমস্যা হতে পারে। সেই কারণেই মহিলা AC 2 শ্রেণি শ্রেণীর টিকিট কেটেছিল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways:মঙ্গল এক্সপ্রেসের AC 2 কোচে যাচ্ছিল নাইজেরিয়ার মহিলা, 'তোমার খেল খতম'...RPF-এর হুঙ্কারে কেঁপে উঠল বিদেশিনী, তার ব্যাগ থেকে যা মিলল,শুনলে গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল