Indian Railways: ফসফস করে সিগারেট ফুঁকছিল মহিলা... ট্রেনের AC কোচের ধবধবে চাদর, তার উপরে বসেছিল, উড়ছিল ধোঁয়া, হঠাৎই হুড়মুড় করে তেড়ে এল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে AC কোচের লোয়ার বার্থে বসে এক তরুণী মহিলা৷ হাতে সিগারেট৷ আর ফোন৷ যখনই ওই মহিলা বুঝতে পারেন তাঁর সহযাত্রী তাঁর ভিডিও করছে, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান তিনি৷
advertisement
1/8

 নয়াদিল্লি: AC কামরার কোচ৷ ধবধবে সাদা চাদর পাতা৷ তার উপরেই বসে ছিলেন মহিলা৷ সেই কামরারই অপর এক পুরুষ যাত্রী তাঁর ভিডিও তুলতে শুরু করতেই তেড়ে আসেন ওই মহিলা৷ না আপনি যা ভাবছেন, তা ঠিক নয়৷ এক্ষেত্রে পুরুষ যাত্রীর কোনও দোষ নেই৷ অপরাধ যদি কেউ করে থাকে, তা সেই মহিলা৷ AC কোচের সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
2/8
 সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে AC কোচের লোয়ার বার্থে বসে এক তরুণী মহিলা৷ হাতে সিগারেট৷ আর ফোন৷ যখনই ওই মহিলা বুঝতে পারেন তাঁর সহযাত্রী তাঁর ভিডিও করছে, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান তিনি৷
advertisement
3/8
 ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলাটি ধূমপানের ব্যাপারে অনড় এবং পুরুষ যাত্রীকে ভিডিওটি মুছে ফেলতে বলছেন বারবার৷ বলছেন, ‘‘এটা ঠিক হচ্ছে না, আপনি আমার রেকর্ডিং করতে পারেন নাষ এখনই মুছুন!’’
advertisement
4/8
 তখন ক্যামেরার এপাড় থেকে পুরুষ যাত্রীকে বলতে শোনা যায়, ‘‘ট্রেনে ধূমপান অবৈধ৷ বাইরে ধূমপান করুন৷’’ তর্ক আরও তীব্র হতে থাকে, মহিলাটি উত্তর দেন, ‘‘আমি আপনার টাকায় সিগারেট খাচ্ছি না৷ এই ট্রেনের আপনি মালিক নন৷ যান পুলিশকে ফোন করুন৷’’
advertisement
5/8
 তখনই পাশের এক মহিলা যাত্রীকেও ক্ষুব্ধ গলায় বলতে শোনা যায়, "এটা একটা এসি বগি। আপনি জানেন না যে এখানে ধূমপান নিষিদ্ধ?" ভিডিওটি ভাইরাল হওয়ার পরে নেটিজেনরা চূড়ান্ত সমালোচনা করছেন ওই তরুণী যাত্রীর৷
advertisement
6/8
 X-এর একজন ব্যবহারকারী লিখেছেন যে পাবলিক প্লেসে ধূমপান করা অন্য মানুষের অধিকারের লঙ্ঘন এবং ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি৷
advertisement
7/8
 "পাবলিক প্লেসে ধূমপান করা অন্যের অধিকারের লঙ্ঘন। ট্রেনের মতো জায়গায় এই ধরনের কাজ একেবারেই সহ্য করা উচিত নয়। @RailMinIndia-এর উচিত জরিমানা এবং কঠোর শাস্তি উভয়ই দেওয়া," ব্যবহারকারী মঞ্জুল খট্টর বলেন।
advertisement
8/8
 আরেকজন ব্যবহারকারী বলেছেন যে যাত্রীটি ট্রেনে প্রকাশ্যে সিগারেট খাচ্ছেন কিন্তু তিনি মনে করেন ভিডিও তোলা বেআইনি। AX ব্যবহারকারী লিখেছেন, “চলমান ট্রেনের এসি বগিতে সে সিগারেট খাচ্ছিল। সহযাত্রীরা যখন আপত্তি জানায় এবং প্রমাণের জন্য একটি ভিডিও তৈরি করে, তখন সে “উইমেন কার্ড” খেলতে শুরু করে। ঘটনাটি কোন ট্রেনের ভাইরাল ভিডিয়োয় জানা যায়নি৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: ফসফস করে সিগারেট ফুঁকছিল মহিলা... ট্রেনের AC কোচের ধবধবে চাদর, তার উপরে বসেছিল, উড়ছিল ধোঁয়া, হঠাৎই হুড়মুড় করে তেড়ে এল