TRENDING:

'অপারেশন সিঁদুর'-এর সাফল্যে 'ব্রহ্মস' অস্ত্র কিনতে চাইছে ১৩ দেশ! কেন বেচতে পারছে না ভারত?

Last Updated:
Brahmos: জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহারে সাফল্য আসে। বহু দেশ আগ্রহ দেখিয়ে এই অস্ত্র কিনতে চাইছে, কিন্তু ভারত তা বিক্রি করতে পারছে না কেন জানেন?
advertisement
1/10
'অপারেশন সিঁদুর'-এর সাফল্যে 'ব্রহ্মস' অস্ত্র কিনতে চাইছে ১৩ দেশ! কেন বেচতে পারছে না ভারত?
জম্মু-কাশ্মীরে পাকিস্তানপুষ্ট জঙ্গিদের হামলার জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ছোড়া ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিশাল সাফল্য এনে দেয়। এই মিশনের পর বিশ্বের একাধিক দেশ ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করে।
advertisement
2/10
এই অভিযানে ১৫টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যা ভারতীয় সেনাবাহিনীর সুনির্দিষ্ট ও ক্ষিপ্র হামলার ক্ষমতা জোরালোভাবে তুলে ধরে। এরপর দেশজুড়ে শুরু হয় বিজয় মিছিল, জনমনে ফিরে আসে আত্মবিশ্বাস।
advertisement
3/10
এই সামরিক সাফল্যের পর ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়তে থাকে বিশ্বের নানা প্রান্তে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়া ও লাতিন আমেরিকার কয়েকটি দেশ ভারতীয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে চায়।
advertisement
4/10
যে দেশগুলি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহ প্রকাশ করেছে:** * থাইল্যান্ড * সিঙ্গাপুর * ব্রুনেই * ব্রাজিল * চিলি * আর্জেন্টিনা * ভেনেজুয়েলা * মিশর * সৌদি আরব * সংযুক্ত আরব আমিরশাহী * কাতার * ওমান এই দেশগুলির মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যেই ভারতীয় প্রতিরক্ষা দফতরের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে।
advertisement
5/10
কিন্তু ভারতের পক্ষে এই ক্ষেপণাস্ত্র বিক্রি করা সম্ভব হচ্ছে না। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তার পেছনে রয়েছে আন্তর্জাতিক কূটনীতি এবং প্রযুক্তিগত চুক্তির জটিলতা। এই প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব কেন ভারত চাইলেও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রি করতে পারছে না।
advertisement
6/10
জম্মু-কাশ্মীরে পাকিস্তানপুষ্ট জঙ্গিদের হামলার পাল্টা জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায়। এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত অঞ্চলে একাধিক জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনা।
advertisement
7/10
এতে বিপুল সংখ্যক জঙ্গির মৃত্যু হয়। এই অভিযানে ভারত ১৫টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা আচমকা আক্রমণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়। এই জয়োৎসবে দেশজুড়ে বিজয় মিছিলও শুরু হয়। 
advertisement
8/10
তবে ভারত কেন বিক্রি করতে পারছে না? ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারত একা তৈরি করেনি। এটি ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি। উভয় দেশ ৫০ শতাংশ করে এই প্রকল্পে বিনিয়োগ করেছে এবং প্রযুক্তি ভাগাভাগি করেছে।
advertisement
9/10
ফলে আন্তর্জাতিক নিয়ম ও দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র তৃতীয় কোনও দেশকে রপ্তানি করতে হলে রাশিয়ার পূর্বানুমতি আবশ্যক। রাশিয়া যদি কোনও কারণে রাজি না হয়, ভারত একতরফাভাবে এই ক্ষেপণাস্ত্র বিক্রি করতে পারে না। 
advertisement
10/10
📌 ভবিষ্যৎ কী? ভারত চাইছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে রপ্তানির জন্য ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবসায় বড় জায়গা তৈরি করতে। তবে রাশিয়ার কূটনৈতিক অবস্থান ও আন্তর্জাতিক স্বার্থের দিকটি খেয়াল রেখেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। শোনা যাচ্ছে, কিছু নির্দিষ্ট দেশের জন্য ভারত-রাশিয়া যৌথভাবে ছাড়পত্র দেওয়ার কথা ভাবছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'অপারেশন সিঁদুর'-এর সাফল্যে 'ব্রহ্মস' অস্ত্র কিনতে চাইছে ১৩ দেশ! কেন বেচতে পারছে না ভারত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল