TRENDING:

Bhoot : এই গ্রামে মকর সংক্রান্তিতে পুজো হল ‘তেনাদের’, মামদো, মেছো, গেছো সকলেরই হয় পুজো, তারপর...

Last Updated:
Bhoot : গেছো, মেছো থেকে মামদো! বাংলার এই গ্রামেই ক্ষীর খিচুরি প্রসাদে হয় ভুতেদের পুজো!
advertisement
1/5
এই গ্রামে মকর সংক্রান্তিতে পুজো হল ‘তেনাদের’, মামদো, মেছো, গেছো সকলেরই হয় পুজো,
: এই গ্রামে মকর সংক্রান্তিতেই হয় ভূতেদের পুজো। গ্রামের নির্জন একটি শ্মশানের পাশেই আয়োজন করা হয় ভূতেদের পুজোর। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম টুঙ্গিল বিলপাড়া। এই টুঙ্গিল বিলপাড়াতে পৌষ সংক্রান্তির পূর্ণিমা তিথিতে করা হয় এই ভূতেদের পুজো। সারাদিন সারা রাত ধরেই চলে এখানে ভূতেদের পুজোর পর্ব। এক থেকে দুটো নয় বরং ১৫ থেকে ১৬ রকম ভূতেদের পুজো হয় এই টুঙ্গিল বিল পাড়ার শ্মশানের মধ্যে।
advertisement
2/5
নির্জন একটি গ্রাম যে গ্রামের চারপাশেই আছে শুধু সরিষা ক্ষেত। এবং সেই সর্ষে ক্ষেত পার করলেই রয়েছে শ্মশান। বহু পুরনো এই শ্মশান যদিও বর্তমানে এই শ্মশানে এই পুজোর দিন ছাড়া কেউ আসা যাওয়া করে না। তবে এই শ্মশানের পাশেই প্রতিবছর গ্রামের সমস্ত মানুষজন মিলে করেন বিভিন্ন রকম ভূতেদের পুজো।
advertisement
3/5
ঢাক ঢোল বাজিয়ে মাটির হাঁড়িতেই এই পুজোতে ভূতেদের জন্য তৈরি হয় ৪০ কেজি দুধের ক্ষীর, খিচুড়ি ও পাঁচমিশালি সবজি। ভূতেদের প্রসাদ নিবেদন করার পরই গ্রামের সকলে মিলে সেই প্রসাদ খান একসঙ্গে বসে।
advertisement
4/5
এখানে পুজিত এই ভূতেদের মধ্যে রয়েছে মাথা কাটা কবন্ধ ভূত,এছাড়া পেত্নী , মেছো ভূত, পেঁচা পেঁচি, নিশি, মামোদো ভূত, গেছোভূত এছাড়াও রয়েছে ব্রহ্মদৈত্য, কানাভুলো সহ মোট ১৪ থেকে ১৫ রকমের ভূত ।
advertisement
5/5
এই গ্রামে মকর সংক্রান্তির পূর্ণিমা তিথিতেই হয় ভূতেদের পুজো। যা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এই গ্রামের। Input- Piya Gupta
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bhoot : এই গ্রামে মকর সংক্রান্তিতে পুজো হল ‘তেনাদের’, মামদো, মেছো, গেছো সকলেরই হয় পুজো, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল