TRENDING:

কখনও হবে না টাকার অভাব! উপচে পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ৭ ম্যাজিকেই স্বপ্নপূরণ!

Last Updated:
If You Doing This 7 Things Then you will never be short of money: টাকা রোজগার করতে কে না চায়। ভাল খেয়ে-পরে থাকাটা অন্যাও নয়। যতই থাক টাকা কারও কখনও বেশি হয় না। তবে যাদের টাকার অভাব রয়েছে, আর্থিক অনটনের কারণে নানা সমস্যা ভুগছেন তাদের জন্য রইল টিপস।
advertisement
1/9
কখনও হবে না টাকার অভাব! উপচে পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ৭ ম্যাজিকেই স্বপ্নপূরণ!
টাকা রোজগার করতে কে না চায়। ভাল খেয়ে-পরে থাকাটা অন্যাও নয়। যতই থাক টাকা কারও কখনও বেশি হয় না। তবে যাদের টাকার অভাব রয়েছে, আর্থিক অনটনের কারণে নানা সমস্যা ভুগছেন তাদের জন্য রইল টিপস।
advertisement
2/9
টাকা রোজগার করতে কে না চায়। ভাল খেয়ে-পরে থাকাটা অন্যাও নয়। যতই থাক টাকা কারও কখনও বেশি হয় না। তবে যাদের টাকার অভাব রয়েছে, আর্থিক অনটনের কারণে নানা সমস্যা ভুগছেন তাদের জন্য রইল টিপস।
advertisement
3/9
এই গাছগুলি লাগালে টাকার অভাব থাকে না। কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী মনে করা হয় এই গাছগুলি অর্থকে আকর্ষণ করে। বাস্তু মতে শমী বা লজ্জাবতি গাছকে শুভ বলে মনে করা হয়। লজ্জাবতি গাছ লাগালে ঘরের দারিদ্র হয়। এছাড়া সোমবার শিব ঠাকুরকে লজ্জাবতি ফুল নিবেদন করলে ইতিবাচক শক্তি ও সুখ-সমৃদ্ধি আসে।
advertisement
4/9
মোহিনী বা ক্র্যাসুলা গাছ বাড়ির পূর্ব বা উত্তর দিকে লাগানোকে শুভ বলে মনে করা হয়। ক্র্যাসুলা গাছ ঘরের প্রধান দরজাতেও লাগাতে পারেন। বসার ঘরেও এই গাছ লাগানো যায়। ক্র্যাসুলাকে মানি ট্রি বলা হয় বাস্তুশাস্ত্রে। এই গাছ লাগালে ঘরে সুখ-সমৃদ্ধি-টাকা আসে। এই গাছের বেশি দেখভাল করারও দরকারও পড়ে না। তবে দক্ষিণ দিকে লাগাবেন না এই গাছ।
advertisement
5/9
বাস্তু অনুসারে বাড়িতে স্নেক প্ল্যান্ট লাগালেও সুখ সমৃদ্ধ আসে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে, পূর্ব বা দক্ষিণ দিকে স্নেক প্ল্যান্ট রাখা শুভ বলে মনে করা হয়। এটি অগ্রগতি নিয়ে আসে। এছাড়া এই গাছটি স্টাডি রুমে রাখা খুবই শুভ। টেবিলের কাছে রাখলে পড়াশোনায় কোনো সমস্যা হবে না।
advertisement
6/9
বাড়ির সদর দরজার কাছে লাগান ডালিম গাছ। প্রধান দরজার ডানদিকে লাগালে সবথেকে ভালো মনে করা হয়। এই গাছ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মী ও ধনকুবেরের আশিস মেলে। পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। ডালিম গাছ লাগালে ঘুমন্ত ভাগ্যও জেগে ওঠে।
advertisement
7/9
এছাড়া বাড়িতে কলা গাছ লাগানোকেও শুভ বলে মনে করা হয়। কলাকে ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়। মা লক্ষ্মী তাঁর স্ত্রী। বাড়িতে একটি কলা গাছ থাকলে লক্ষ্মী খুশি হন। ফলে কলা গাছ লাগালে বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে।
advertisement
8/9
বেল গাছ লাগালেও আর্থিক সমৃদ্ধি ঘটে বাস্তু মতে। বাড়ির সামনের অংশে আপনি বেল পাতার একটি চারা রোপণ করতে পারেন। বাড়ির মূল দরজার ডানদিকে বেল গাছ লাগাতে পারলে সবথেকে ভাল। এই গাছটিকে ভগবান শিবের প্রিয় বলে মনে করা হয়। শিবের পুজোয় শুধুমাত্র বেল পাতাই দেওয়া হয়। ফলে বেল গাছ লাগালে ধন-সমৃদ্ধি লাভ হতে পারে।
advertisement
9/9
এছাড়া ঘরের সমৃদ্ধি বৃদ্ধিতে মানি প্ল্যান্টের কথা তো আমাদের সকলের জানা। ঘরের ভিতরে লাগাতে পারেন মানি প্ল্যান্টের চারা। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্ট লাগানোকে শুভ বলে মনে করা হয়। ঘরের সৌন্দর্যও বাড়িয়ে থাকে মানি প্ল্যান্ট।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কখনও হবে না টাকার অভাব! উপচে পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ৭ ম্যাজিকেই স্বপ্নপূরণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল