Janmashtami : শুক্রবার জন্মাষ্টমী, জেনে নিন সেদিনের পুজোর বিধি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Janmashtami 2022 : তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজো ও পার্বণ৷ কীভাবে পুজো করবেন বিগ্রহের, জানুন তার বিধি৷
advertisement
1/8

ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম শ্রীকৃষ্ণের ৷ তাই এই তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজো ও পার্বণ৷ কীভাবে পুজো করবেন বিগ্রহের, জানুন তার বিধি৷
advertisement
2/8
জন্মাষ্টমী তিথিতে ভোরে উঠে স্নান সেরে নিন৷ সেদিনের জন্য রাখুন উপবাস ব্রত৷
advertisement
3/8
বিগ্রহকে দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করান৷
advertisement
4/8
তার পর প্রদীপ জ্বালিয়ে দিন বিগ্রহের সামনে৷
advertisement
5/8
নতুন বসনে সাজিয়ে তুলুন বিগ্রহকে
advertisement
6/8
ময়ূরপুচ্ছ, বাঁশি, বৈজয়ন্তী মালা, তুলসীদল ও কুণ্ডল দিতে ভুলবেন না মূর্তির অঙ্গসজ্জার অংশ হিসেবে
advertisement
7/8
লাড্ডুগোপালের দোলনা সাজিয়ে তুলুন ফুলমালায় ৷ প্রসাদে দিন ক্ষীর, ফল, মাখন, মিছরি, মিষ্টি ও বাদাম
advertisement
8/8
জন্মাষ্টমীর পুজো সাধারণত রাতে হয়৷ পুজোর পর প্রসাদ বিতরণ করুন