Indian Railways Ticket: ট্রেনের টিকিট হারিয়ে ফেলেছেন? এবার সফর করবেন কীভাবে? জেনে নিন কী করতে হবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Indian Railways Ticket Lost: সফরের ঠিক আগে ট্রেনের টিকিট হারিয়ে ফেলেছেন? কোনও চিন্তা নেই। জেনে নিন কী করতে হবে!
advertisement
1/6

যাত্রার আগে ট্রেনের টিকিট হারিয়ে ফেলেছেন! এরকম তো অনেকের সঙ্গেই হয়। ট্রেনের টিকিট হারিয়ে ফেলা খুব সাধারণ সমস্যা। কিন্তু টিকিট হারিয়ে ফেলার পর কী করতে হয়, তা অনেকেই জানেন না। বিনা টিকিটে তো আর যাত্রা করতে পারবেন না! তা হলে!
advertisement
2/6
টিকিট হারিয়ে যাওয়াটা খুব সাধারণ ব্যাপার। আর সেটা ভারতীয় রেলও জানে। তাই টিকিট হারিয়ে ফেললে আপনি ডুপ্লিকেট টিকিট বের করতে পারবেন। তার জন্য সামান্য কিছু টাকা বেশি খরচ করতে হবে।
advertisement
3/6
indianrail.gov.in অনুযায়ী, চার্ট তৈরির আগে কনফার্ম বা RAC টিকিট হারিয়ে যাওয়ার কথা জানাতে হবে রেল কর্তৃপক্ষকে। তবেই আপনি পেতে পারেন ডুপ্লিকেট টিকিট। আর সেটা পাওয়ার পদ্ধতিও খুব বেশি জটিল নয়।
advertisement
4/6
সেকেন্ড বা স্লিপার ক্লাস-এর ডুপ্লিকেট টিকিট পেতে আপনাকে ৫০ টাকা খরচ করতে হবে। অন্য ক্লাস-এর ডুপ্লিকেট টিকিটের জন্য দিতে হবে ১০০ টাকা।
advertisement
5/6
চার্ট তৈরি হয়ে যাওয়ার পর ডুপ্লিকেট টিকিট চাইলে দিতে হবে ভাড়ার অর্ধেক টাকা।
advertisement
6/6
মনে রাখতে হবে, ওয়েটিং লিস্ট-এ থাকা টিকিটের জন্য কোনওরকম ডুপ্লিকেট টিকিট পাওয়া যাবে না। রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে গেলে আরএসি টিকিটের জন্য ডুপ্লিকেট টিকিট পাওয়া যাবে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways Ticket: ট্রেনের টিকিট হারিয়ে ফেলেছেন? এবার সফর করবেন কীভাবে? জেনে নিন কী করতে হবে