How To Cool Tin Roof House: টিনের ঘরে থাকেন? গরমে তেতে পুড়ে ওঠার আগে দেখে নিন, ঘর হবে বরফের মতো ঠান্ডা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
How To Cool Tin Roof House: কিন্তু এই গরমে সেই ঘরে কাজ করা আরও কঠিন৷ প্রানান্তকর তাপমাত্রায় টিন তেতেপুড়ে ওঠে৷
advertisement
1/6

টিনের ঘরের প্রচলন বাংলা জুড়ে ভালরকম আছে৷ অনেকেই নিয়মিত টিনের ঘরে থাকেন বা কোথাও কাজকর্মও করেন৷ কিন্তু এই গরমে সেই ঘরে কাজ করা আরও কঠিন৷ প্রানান্তকর তাপমাত্রায় টিন তেতেপুড়ে ওঠে৷
advertisement
2/6
আর তাতেই সেই ঘরের ভিতর থাকা কার্যত অসম্ভব হয়ে পড়ে৷ এমনি ঘরে এসির ব্যবহার করা যায়, কোথাও কোথাও টিনের ঘরেও এসির ব্যবহার করা যায়৷ কিন্তু এসি ব্যবহার না করেও টিনের ঘরকে ঠান্ডা করা সম্ভব, কী ভাবে, সেটা জানেন?
advertisement
3/6
হ্যাঁ, এই গরম কালের তেতেপুড়ে ওঠা গরমের মধ্যেই আপনাকে সেই কথা আজ আমরা বলব৷ বলব, কী ভাবে টিনের ঘরে থাকলেও ঘরকে সহজে ঠান্ডা রাখা যেতে পারে৷ আর তার জন্য মেনে চলতে হবে কয়েকটি মাত্র নিয়ম৷
advertisement
4/6
এর প্রথমে আপনাকে কয়েকটি খড়ের আঁটি জোগাড় করতে হবে৷ খড়ের আঁটিতে জল অনেক্ষণ ধরে থাকে৷ সেই খড়ের আঁটি আপনাকে একটা দিন একটু কষ্ট করে টিনের চালে বিছিয়ে দিতে হবে৷ এতে প্রাথমিক ভাবে সরাসরি সূর্যের আলো প্রবেশ করা একটু কমবে৷
advertisement
5/6
পাশাপাশি, গরমের মধ্যে সেই খড়ের আঁটিতে ভাল করে জল দিতে হবে৷ জল দিয়ে এসে সপসপে করে ভিজিতে ফেলতে হবে৷ আর সেই জলের কারণেই আপনার ঘরের ছাদ অনেকটা ঠান্ডা হবে৷ গরম কালেও সেই ঠান্ডা আমপনাকে শান্তি দেবে৷
advertisement
6/6
এ ছাড়া, টিনের ঘরের চাল উঁচু করে বানাতে পারেন৷ রাখতে পারেন বড়বড় দরজা, জানলা৷ যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে৷ আর ঘরের ভিতরের খাট বা বসার জায়গা করবেন নিচুতে৷ নীচে থাকলে গরম কম লাগবে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
How To Cool Tin Roof House: টিনের ঘরে থাকেন? গরমে তেতে পুড়ে ওঠার আগে দেখে নিন, ঘর হবে বরফের মতো ঠান্ডা