হুইস্কিতে জল মিশিয়ে খান? নাকি নিট? ঠিক কতটা পরিমাণ জল আর বরফ আপনার পানীয়কে করে তুলবে অতুলনীয়?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সামনেই আসছে উৎসবের মরশুম। আর উৎসব মানেই সুরাপ্রেমীদের সোনায় সোহাগা। কিন্তু, জানেন কী হুইস্কির মাত্রায় ঠিক কতটা পরিমাণ জল মেশাতে হবে।
advertisement
1/5

সামনেই আসছে উৎসবের মরশুম। আর উৎসব মানেই সুরাপ্রেমীদের সোনায় সোহাগা। কিন্তু, জানেন কী হুইস্কির মাত্রায় ঠিক কতটা পরিমাণ জল মেশাতে হবে।
advertisement
2/5
সুইডিশ স্টাডি অনুযায়ী, হুইস্কির সঙ্গে সঠিক পরিমাণে জল মেশালে তবেই তা উপযুক্ত হয়। স্কচ হুইস্কিতে ২০% আধ পরিমাণ হুইস্কি এবং আধ পরিমাণ জল মেশালে তা স্বাদে গন্ধে উপযুক্ত হয়।
advertisement
3/5
এবারে বরফের বিষয়ে আসা যাক, বরফের বিষয়টি, বরফের ক্ষেত্রে ভারতের আবহাওয়ায় বরফের সঙ্গে হুইস্কি খাওয়া যেতেই পারে।
advertisement
4/5
অনেকেই মনে করেন হুইস্কি জলের সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত নয়। কিন্তু, বিজ্ঞান অনুযায়ী ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি তা ভুল প্রমাণ করেছে।
advertisement
5/5
এই গবেষণা অনুযায়ী, হুইস্কিতে অল্প পরিমাণে জল মিশিয়ে খাওয়া উচিত। অর্থাৎ ৬০ এমএল হুইস্কিতে ২০% মানে ১২ এমএল জল মিশিয়ে খেলে তা স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে।কিন্তু, যদি বেশি জল মিশিয়ে দেওয়া হয় অর্থাৎ ২০% -এর বেশি জল স্বাদ-গন্ধ মিলেমিশে যায়। এরফলে তা স্বাদে গন্ধে প্রভাব ফেলে।সবশেষে হুইস্কি খাওয়ার কোনও গোল্ডেন রুল নেই। যেমন খুশি খেয়ে তা আপনার স্বাদে গন্ধে ভরপুর করে তোলে সেটাই অপরিহার্য।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
হুইস্কিতে জল মিশিয়ে খান? নাকি নিট? ঠিক কতটা পরিমাণ জল আর বরফ আপনার পানীয়কে করে তুলবে অতুলনীয়?