Water Percentage In The Word: জানেন, সারা পৃথিবীতে আর কতটুকু পানীয় জল আছে?
- Published by:Suman Majumder
Last Updated:
Earth Water: জানেন, আর কতটুকু পানীয় জল রয়েছে পৃথিবীতে! তা দিয়ে আর কত বছর চলবে!
advertisement
1/7

মহাসাগর, ঝিল, খাল, বিল, পুকুর, এমনকী পৃথিবীর বায়ুমণ্ডলেও জমা আছে জল। কিন্তু তার মধ্যে আর কতটুকু পানীয়যোগ্য?
advertisement
2/7
বিজ্ঞানীরা জানিয়েছেন, সারা পৃথিবীতে এখনও ৩২৬,000,000,000,000,000,000 গ্যালন জল রয়েছে। তবে এত জল পৃথিবীর কোনও এক জায়গায় নেই। আবার যেখানে জল বেশি পরিমাণে রয়েছে সেখানে সব সময় থাকবে না। একেই বলে জলচক্র।
advertisement
3/7
জল কখনও বাষ্পে রূপান্তরিত হয়। কখনও আবার পর্বতের চূড়ায় থাকে বরফ হয়ে। কখনও বৃষ্টিরূপে ঝড়ে পড়ে।
advertisement
4/7
মহাসাগরই পৃথিবীর সব থেকে বড় জলের ভাণ্ডার। পৃথিবীর ৭০ শতাংশ জল। বিজ্ঞানীরা দাবি করেন, পৃথিবীর ৯৮ শতাংশ জল রয়েছে মহাসাগরে। তবে সেই জল পানের অযোগ্য।
advertisement
5/7
পৃথিবীর মোট জলের মাত্র তিন শতাংশ পানের যোগ্য। ১.৬ শতাংশ জল বরফ ও হিমবাহের আকারে রয়েছে। ০.৩৬ শতাংশ জল মাটির নিচে রয়েছে।
advertisement
6/7
মানুষের শরীরের ৬৫ শতাংশ জল। অর্থাত্ কারও ওজন ১০০ কেজি হলে তার মধ্যে ৬৫ কেজি স্রেফ জল।
advertisement
7/7
পৃথিবীতে প্রায় ১১.৭ কোটি ঝিল রয়েছে। যা কি না মোট পৃথিবীর মাত্র ৪ শতাংশ। তবে এত জল থাকতেও পৃথিবীর বিভিন্ন জায়গায় পানীয় জলের অভাব রয়েছে। কী আশ্চর্য, তাই না?