এক লিটার পেট্রোল বিক্রি করে কত টাকা লাভ হয় পেট্রোল পাম্পের? জানলে অবাক হবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Petrol- দেশের কোনও রাজ্যে আবার এক লিটার পেট্রোল বিক্রি করে প্রায় আড়াই টাকাও কমিশন পান পাম্প মালিকরা।
advertisement
1/5

দেশের একেক রাজ্যে পেট্রোলের দাম একেকরকম। পেট্রোলের দাম রোজ নির্ধারণ করে তেল সংস্থাগুলি। দেশের কোথাও এক লিটার পেট্রোলের দাম ৯৫ টাকা, কোথাও আবার ১০৫! আসলে রাজ্য সরকারের ভর্তুকির উপর এই দাম নির্ভর করে।
advertisement
2/5
কেন্দ্র ও রাজ্য, দুই তরফ থেকেই পেট্রোল, ডিজেলের দামের উপর কর আরোপ করা হয়। ফলে একেক রাজ্যে একেকরকম হয় পেট্রোল, ডিজেলের দাম। তাই নিয়ে বহু ক্ষেত্রে বিতর্ক ও সমালোচনাও হয়েছে। তবে তাতে নিয়মের পরিবর্তন হয়নি।
advertisement
3/5
পেট্রোল ও ডিজেলের দাম বাড়লে বাজার চলতি অনেক জিনিসের দামই বাড়তে থাকে। ফলে খুবই সমস্যায় পড়েন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরেই দেশের একাধিক অংশে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকার উপরে রয়েছে।
advertisement
4/5
অনেকেই জানেন না, পেট্রোল বিক্রি করে কমিশন পায় পাম্পগুলি। পেট্রোল পাম্প মালিকরা প্রতি কিলোলিটারে ১৮৬৮ টাকা কমিশন পায়। প্রতি কিলোলিটার মানে ১০০০ লিটার। অর্থাৎ হিসেব করলে দেখা যাবে এক লিটার পেট্রোল বিক্রি করলে পাম্প মালিকরা প্রায় ২ টাকা কমিশন পায়।
advertisement
5/5
দেশের কোনও রাজ্যে আবার এক লিটার পেট্রোল বিক্রি করে প্রায় আড়াই টাকাও কমিশন পান পাম্প মালিকরা। এই মুহুর্তে কলকাতা ও বাংলার বিভিন্ন জায়গাতেও ১০০ টাকার উপরে রয়েছে লিটার প্রতি পেট্রোলের দাম। দীর্ঘদিন ধরেই পেট্রোলের দাম রয়েছে চড়া।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
এক লিটার পেট্রোল বিক্রি করে কত টাকা লাভ হয় পেট্রোল পাম্পের? জানলে অবাক হবেন