Hotel Tips: বিছানার নীচে ছুঁড়ে দিন জলের বোতল! হোটেলে ঘরে ঢুকে অবশ্যই করুন এই কাজ, কেন? আসল কারণ জানলে চমকে যাবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Hotel Tips: হোটেলর ঘরে ঢুকে প্রথমেই বিছানার নীচে বোতল ছুঁড়ে দেওয়া উচিত। কিন্তু বিছানার নীচে বোতল ছোঁড়ার সঙ্গে নিরাপত্তার কী সম্পর্ক?
advertisement
1/9

ঘুরতে যাওয়াই হোক বা অফিসের কাজে বাইরে যাওয়া, হোটেলে কখনও না কখনও গিয়ে থাকতে হয়েছে প্রত‍্যেককে। কিন্তু হোটেলে থাকার ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা অত‍্যন্ত জরুরি।
advertisement
2/9
অসাবধানতার কারণে হোটেলে থাকার ক্ষেত্রে বড় সমস‍্যা হতে পারে। তবে কয়েকটি ছোট্ট হ‍্যাক মনে রাখলে হোটেলে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস‍্যায় পড়তে হবে না গ্রাহকদের।
advertisement
3/9
হোটেলের রুম বুক করার সময় থেকেই মনে ধোঁয়াশা তৈরি হয়। অচেনা জায়গায় সবকিছু ঠিকঠাক হবে তো? কোথাও লুকানো ক‍্যামেরা রাখা নেই তো?
advertisement
4/9
অনেক সময়ই এ ধরণের সমস‍্যায় পড়তে হয়েছে বহুজনকে। হোটেলের ঘরে লাগানো ক‍্যামেরা নিয়ে অস্বস্তিতে পড়েছেন বহুজনেই। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই ধরণের সমস‍্যায় প্রচুর জনেই পড়েছেন।
advertisement
5/9
ডাচ এয়ারলাইন্সের একজন বিমানকর্মী এস্টার স্ট্রুস সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কয়েকটি টিপস। তিনি তাঁর নিজের অভিজ্ঞতা থেকে জানালেন, এই কয়েকটি হ‍্যাক মনে রাখলে হোটেলে আপনি থাকবেন নিরাপদ।
advertisement
6/9
তিনি জানালেন, হোটেলর ঘরে ঢুকে প্রথমেই বিছানার নীচে বোতল ছুঁড়ে দেওয়া উচিত। কিন্তু বিছানার নীচে বোতল ছোঁড়ার সঙ্গে নিরাপত্তার কী সম্পর্ক?
advertisement
7/9
খালি জলের বোতল খাটের নিচে ফেলে দিলেই বুঝবেন কেউ লুকিয়ে আছে কি না। জলের বোতল বের হবে যদি এর নিচে কেউ না থাকে। অন্যথায়, অবিলম্বে ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত। কারণ এর অর্থ হল কেউ খাটের নিচে লুকিয়ে আছে।
advertisement
8/9
এস্টার আরও কয়েকটি কৌশল জানালেন। তিনি বলেন, হোটেলের ঘরে থাকলেই তিনি নিজের জুতো খুলে রেখে দেন লকারে। এর পেছনেও রয়েছে একটি বড় কারণ।
advertisement
9/9
তাঁর মতে, অনেক সময়ই লকার থেকে জিনিসপত্র বের করে নিয়ে আসতে ভুলে যায় বহুজনেই। কিন্তু জুতো ছাড়া বাইরে বেরোনো যাবেই না। ফলে জুতো যদি লকারে থাকে, তাহলে অবশ‍্যই খুলে দেখা হবে লকার।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Hotel Tips: বিছানার নীচে ছুঁড়ে দিন জলের বোতল! হোটেলে ঘরে ঢুকে অবশ্যই করুন এই কাজ, কেন? আসল কারণ জানলে চমকে যাবে