TRENDING:

গুগলে সবচেয়ে বেশি 'সার্চ' করা হয় কোন প্রশ্নের 'উত্তর' জানেন...? শুনলেই চমকাবেন, পাক্কা!

Last Updated:
Google: বলুন তো দেখি, কী মনে হয় আপনার? সবচেয়ে বেশি কী অনুসন্ধান করা হয় এই গুগলের সার্চ বক্সে? আর কোন সেই প্রশ্ন যা গোটা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ জানতে চান? সেটা কী কারও নাম বা কোনও সেলিব্রিটির নাম, নাকি কোনও বিশেষ 'স্থান'? আসুন আমরা আপনাকে সবচেয়ে বেশি অনুসন্ধান করা সেই প্রশ্নের হদিস বাতলে দিই এই প্রতিবেদনে।
advertisement
1/12
গুগলে সবচেয়ে বেশি 'সার্চ' করা হয় কোন প্রশ্নের 'উত্তর' জানেন...? শুনলেই চমকাবেন, পাক্কা!
আপনিও নিশ্চয়ই দিনে বেশ কয়েকবার গুগলে কিছু না কিছু অনুসন্ধান করছেন। কিন্তু আপনি কি জানেন গুগলে সবচেয়ে বেশি কী অনুসন্ধান করা হয়? এখনও পর্যন্ত কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি খোঁজা হয়েছে গুগলে?
advertisement
2/12
আচ্ছা বলুন তো দেখি, কী মনে হয় আপনার? সবচেয়ে বেশি কী অনুসন্ধান করা হয় এই গুগলের সার্চ বক্সে? আর কোন সেই প্রশ্ন যা গোটা পৃথিবীর লক্ষ্য লক্ষ্য মানুষ জানতে চান? সেটা কী কারও নাম বা কোনও সেলিব্রিটির নাম, নাকি কোনও বিশেষ 'স্থান'? আসুন আমরা আপনাকে সবচেয়ে বেশি অনুসন্ধান করা সেই প্রশ্নের হদিস বাতলে দিই এই প্রতিবেদনে।
advertisement
3/12
গুগলে কোন বিষয়গুলি সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে বা কোন কোন প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি করে জানতে চাওয়া হয়েছে তা জানতে, গত ৬ মাসের বিশ্বব্যাপী পরিসংখ্যানের ভিত্তিতে তথ্য অনুসন্ধান করা হয়েছিল।
advertisement
4/12
উঠে এসেছে চমকপ্রদ উত্তর। এই সার্চ ইঞ্জিন বা অনুসন্ধান প্ল্যাটফর্মে মানুষ সারা পৃথিবী থেকে কোন কোন কীওয়ার্ডগুলির উত্তর সবচেয়ে বেশি খুঁজেছে বেরিয়ে এসেছে এই তালিকাতেই।
advertisement
5/12
মিডিয়া রিপোর্ট অনুসারে, গুগলের সবচেয়ে বেশি করা এই অনুসন্ধানগুলির মধ্যে অনেকগুলি বেশ মজার - এই যেমন, 'আমি এখন কোথায়'? 'প্যানকেক কীভাবে তৈরি করব?' 'আমরা কখন ছোট ছিলাম?' ইত্যাদি।
advertisement
6/12
কোন কোন কীওয়ার্ড ও প্রশ্ন বেশি বেশি অনুসন্ধান করা হয়েছে :'কীভাবে অর্থ উপার্জন করবেন?', 'কীভাবে পেটের চর্বি কমাবেন', 'আমার ফোন এখন কোথায়' এবং 'ডিম কীভাবে সেদ্ধ করবেন?' ইত্যাদির মতো বিষয়গুলিও সার্চ লিস্টে বেশ ট্রেন্ডিং। তবে, যে কীওয়ার্ডটি সবচেয়ে বেশি দেখা গিয়েছে তা কী বলুন তো? শুনলেই আকাশ থেকে পড়বেন।
advertisement
7/12
আমাদের সকলকে চমকে দেওয়া সেই প্রশ্নটি হল 'আমার আইপি কী?' মিডিয়া রিপোর্টে পাওয়া সাম্প্রতিকতম তথ্য অনুসারে, প্রতি মাসে ৩০ লক্ষেরও বেশি ব্যবহারকারী গুগলে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন।
advertisement
8/12
এগুলি হল শীর্ষ ১০টি গুগল সার্চের বিষয়:নীচে দেওয়া প্রশ্নগুলি হল সেইসব প্রশ্নের তালিকা যার সঠিক 'উত্তর' গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এখনও পর্যন্ত। পড়লেই বুঝতে পারবেন গুগলে ঠিক কী কী প্রশ্ন সবচেয়ে বেশি করা হয় আর এটাও পরিস্কার হয়ে যাবে কোন প্রশ্ন ঠিক কতবার করে জানতে চাওয়া হয়েছে এই সার্চ ইঞ্জিনের কাছে।
advertisement
9/12
আমার আইপি কী? ৩,৩৫০,০০০ বার।কয়টা বাজে? ১,৮৩০,০০০ বার।ভোটার হিসেবে নাম রেজিস্টেশন কীভাবে করবেন? ১,২২০,০০০ বার।
advertisement
10/12
কীভাবে টাই বাঁধবেন? ৬,৭৩,০০০ বার।তুমি কী এটা চালাতে পারবে? ৫,৫০,০০০ বার।এটা কোন গান? ৫,৫০,০০০ বার।কী ভাবে ওজন কমাবেন? ৫,৫০,০০০ বার।
advertisement
11/12
একটি কাপে কত আউন্স থাকে? ৪,৫০,০০০ বার।মা দিবস কখন? ৪,৫০,০০০ বার।এক পাউন্ডে কত আউন্স থাকে? ৪,৫০,০০০ বার।
advertisement
12/12
বলুন তো, আপনি নিজে দিনে কতবার গুগল ব্যবহার করেন? আর কী কী সার্চ করেন আপনি? আপনার প্রিয় কীওয়ার্ড কী? চেষ্টা করুন তো দেখি ভেবে আদৌ আপনি কোন প্রশ্ন এ যাবৎ সবচেয়ে বেশিবার করেছেন গুগলের কাছে? আজ গুগল যদি একদিনের জন্য স্তব্ধ হয়ে যায় আর হঠাৎ উত্তর দেওয়া বা কাজ করা বন্ধ করে দেয় তবে আপনার হাল কেমন হবে বলুন দেখি?
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
গুগলে সবচেয়ে বেশি 'সার্চ' করা হয় কোন প্রশ্নের 'উত্তর' জানেন...? শুনলেই চমকাবেন, পাক্কা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল