Google Golden Baba: গুগল গোল্ডেন বাবা! বাপ্পি লাহিড়ির থেকেও বেশি সোনা এই ব্যক্তির শরীরে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Google Golden Baba: সারা গায়ে ৪ কেজি সোনা। পায়ে রুপোর জুতো।
advertisement
1/5

প্রয়াত বাপ্পি লাহিড়ির থেকে তাঁর শরীরে বেশি সোনার গয়না থাকে। তিনি করোনা মহামারীর এই সময় সোনার মাস্কও পরেছিলেন।
advertisement
2/5
অনেকেই তাঁকে কানপুরের বাপ্পি লাহিড়ি বলেন। তবে আমজনতা তাঁকে গুগল গোল্ডেন বাবা বলেই চেনে। চার কেজি সোনা সব সময় তাঁর শরীরে থাকে।
advertisement
3/5
পায়ে বেশিরভাগ সময় রূপোর জুতো পরে থাকেন। কানপুরের কাকাদেব মন্দিরে থাকেন তিনি।
advertisement
4/5
তাঁর হাতে সবসময় একটি সোনার মূর্তি থাকে। তিনি যে সোনার মাস্কটি পরেন তার ওজন ১০১ গ্রাম।
advertisement
5/5
এত সোনা তাঁকে বারবার বিপদে ফেলেছে। বহুবার হুমকি পেয়েছেন তিনি। তবে নিজেকে বদলাতে পারেননি তিনি। এখনও তাঁর সারা শরীরে চার কেজি সোনা থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Google Golden Baba: গুগল গোল্ডেন বাবা! বাপ্পি লাহিড়ির থেকেও বেশি সোনা এই ব্যক্তির শরীরে!