GK: কোন গাছে ৪০ রকমের ভিন্ন ফুল-ফল হয়? এই অবিশ্বাস্য গাছের কথা অনেকেই জানেন না
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK Which tree gives 40 different fruits: কোন গাছে ৪০ রকমের আলাদা আলাদা ফল হয়? ফুলও নানা ধরনের? এ বিশ্বেই রয়েছে এমন এক অবাক করা গাছ। যা অনেকেই কাছেই অজানা রয়েছে।
advertisement
1/7

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/7
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
advertisement
3/7
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটির উত্তর খুব একটা কঠিন নয়, কিন্তু তারপরও অনেকেই উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।
advertisement
4/7
বলুন তো দেখি, কোন গাছে ৪০ রকমের আলাদা আলাদা ফল হয়? ফুলও নানা ধরনের? এ বিশ্বেই রয়েছে এমন এক অবাক করা গাছ। যা অনেকেই কাছেই অজানা রয়েছে।
advertisement
5/7
আমেরিকার ফলবাগানে এমনই এক 'জাদু গাছ' সৃষ্টি করেছেন স্যাম ভ্যান অ্যাকেন নামে এক উদ্ভিদ বিজ্ঞানী। এক গাছের সঙ্গে অন্য গাছের কৃত্রিম মিলন ঘটিয়ে মিশ্র প্রজাতির গাছ তৈরি করেছেন তিনি।
advertisement
6/7
একাধিক গাছের মিশ্রণে তিনি তৈরি করেন এই জাদু গাছ যাতে সারা গ্রীষ্ম জুড়ে ৪০ রকমের ফল ফলে। তবে শুধু ফলই নয়, বসন্তে নানা রঙের বাহারি ফুলে ছেয়ে যায় জাদু গাছ। বেগুনি, লালা, গোলাপি, সাদা রঙের শোভা দেখতে ভিড় জমান দেশ-বিদেশের পর্যটকরা।
advertisement
7/7
'ট্রি অফ ৪০' নামে বিখ্যাত সেই উদ্ভিদটি। আপনি চাইলে এই গাছটি কিনতেই পারেন। তবে দাম জানলে কিন্তু চমকে যেতে পারেন। ৪০টি ফলের বৃক্ষটি বিক্রিও করা হয় ১৯ লাখ টাকায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: কোন গাছে ৪০ রকমের ভিন্ন ফুল-ফল হয়? এই অবিশ্বাস্য গাছের কথা অনেকেই জানেন না