TRENDING:

GK: বলুন তো, 'পশ্চিমবঙ্গের দুঃখ' কাকে বলে? উত্তর কিন্তু খুবই সহজ, আপনি কি জানেন এই উত্তর? চমকে যাবেন কিন্তু

Last Updated:
GK: বলুন তো, পশ্চিমবঙ্গের বা বাংলার দুঃখ কাকে বলে? জানেন এই প্রশ্নের উত্তর?
advertisement
1/7
বলুন তো, 'পশ্চিমবঙ্গের দুঃখ' কাকে বলে? উত্তর কিন্তু খুবই সহজ, আপনি জানেন?
সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি চাকরি, চাকরিপ্রার্থীদের দিতে হয় পরীক্ষা কিংবা ইন্টারভিউ (Interview)। অনেক সময় টপিকের বাইরে গিয়েও নানান ধরনের প্রশ্ন করা হয় চাকরিপ্রার্থীদের। আপনিও যদি বর্তমানে চাকরি খুঁজছেন তাহলে ইন্টারভিউতে যাওয়ার আগে দেখে নিন আমাদের এই বিশেষ প্রতিবেদন।
advertisement
2/7
আজ তেমনই একটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরা হল। বলুন তো, পশ্চিমবঙ্গের বা বাংলার দুঃখ কাকে বলে? জানেন এই প্রশ্নের উত্তর? বাংলার দুঃখ বলা হয় এমন একটি জিনিসকে, যা শুনলে আপনি চমকে উঠবেন।
advertisement
3/7
উত্তরটি হল, দামোদর নদ বাংলায় “বাংলার দুঃখ” বা ‘Sorrow of Bengal’ নামে পরিচিত। প্রতি বছর বর্ষায় এই নদের দুই কূল প্লাবিত হয়ে প্রচুর ফসল নষ্ট হয়, অনেক ঘরবাড়ি ভেসে যাওয়ায় মানুষ ভিটে ছাড়া হয়, এই অঞ্চলে বসবাসকারী মানুষের দুর্দিন দেখা দেয়। তবে, এখন পরিস্থিতি একটু পাল্টেছে।
advertisement
4/7
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির পালামৌ জেলার টোরির নিকট উচ্চগিরি শৃঙ্গ থেকে এই নদের উৎপত্তি। দামোদর নদ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।
advertisement
5/7
যার দৈর্ঘ্য ৫৯২ কিমি এবং এই নদ ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ, হাজারিবাগ, কোডার্মা, গিরিডি, ধানবাদ, বোকারো, চাতরা জেলা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান ও হুগলি জেলা জুড়ে ২৪,২৩৫ বর্গ কিমি বিস্তীর্ণ অববাহিকা তৈরি করেছে। যেখানে বড় বড় খনি ও শিল্পকেন্দ্র গড়ে উঠেছে।
advertisement
6/7
পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া ও হাওড়া জেলার স্বল্প কিছু অংশও এই দামোদর উপত্যকার অংশ। দামোদর নদের মোহনা কলকাতার ৫০ কিমি দক্ষিণে হুগলি নদীতে।
advertisement
7/7
বরাকর নদী, কোনার নদ, উশ্রী, বোকারো নদী এইগুলো দামোদর নদের উপনদী, যা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মধ্যে দিয়ে গিয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: বলুন তো, 'পশ্চিমবঙ্গের দুঃখ' কাকে বলে? উত্তর কিন্তু খুবই সহজ, আপনি কি জানেন এই উত্তর? চমকে যাবেন কিন্তু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল