Knowledge Story: শিউলি ফুলকে ইংরেজিতে কী বলে বলুন তো? কেনই বা বলা হয় 'দুঃখের বৃক্ষ'! জানুন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
General Knowledge Story: পুজো মানেই শিউলি ফুলের গন্ধ! তবে বহু মানুষ জানে না শিউলি ফুলের সঠিক ইংরেজি! জানুন
advertisement
1/7

পুজো পুজো ভাব! মা দুর্গার পুজো, বাঙালির সেরা উৎসব! আর এই উৎসবের সময় শিউলি ফুলের ঘ্রাণ না পেলে হয়! শরৎ কালেই গাছে সাদা হয়ে ফুঁটে থাকে শিউলি ফুল! কয়েক মাসের জন্য দেখা যায় এই ফুল!
advertisement
2/7
শিউলি ফুলকে বলা হয় স্বর্গের পারিজাত! এই ফুল দিয়ে পুজো হয় মায়ের! পারিজাত ফুলের নানা গল্প রয়েছে!
advertisement
3/7
শিউলি ফুল ও পাতা শরীরের নানা রোগে দারুণ কাজের! এই ফুল পশ্চিমবঙ্গে সব থেকে বেশি দেখা যায়! এটি দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তরে নেপাল, ও পূর্বে পাকিস্তান পর্যন্ত এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়।
advertisement
4/7
এটি শেফালি নামেও পরিচিত। এই ফুল পশ্চিমবঙ্গের রাজ্য ফুল! কিন্তু এই ফুলের ইংরেজি কী জানেন? যেমন গোলাপকে ইংরেজিতে বলে রোস! তবে শিউলি ফুলের ইংরেজি কিন্তু চট করে মাথায় আসে না!
advertisement
5/7
শিউলি ফুলের বৈজ্ঞানিক নাম Nyctanthes arbor-tristis, এই ফুলকে 'tree of sorrow'-ও বলা হয়! “দুঃখের বৃক্ষ”-ও বলা হয় কারণ দিনের আলোতে এই ফুল তাদের উজ্জ্বলতা হারায়।
advertisement
6/7
আর ইংরেজিতে শিউলি ফুলের নাম নিয়ে বেশ সংশয় আছে! এই ফুলের সাধারণত দু'টি নাম ইংরেজিতে! একে বলা হয় 'নাইট জ্যাসমিন' বা 'নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন'! আবার বলা হয় 'পারিজাত ফ্লাওয়ার'! এই দু'টি নামই বেশি প্রচলিত!
advertisement
7/7
আবার বলা হয় 'কোরাল জ্যাসমিন'ও! তবে এর আরও একটি ইংরেজি নাম রয়েছে 'Nyctanthes'! আবার এই ফুলকে ইংরেজিতে 'Harsingar'- বলা হয়! এক ফুলের অনেক নাম! ঠিক যেন মা দুর্গার মতোই!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: শিউলি ফুলকে ইংরেজিতে কী বলে বলুন তো? কেনই বা বলা হয় 'দুঃখের বৃক্ষ'! জানুন