TRENDING:

GK: ভারতের অধিকাংশ অপরাধী গা ঢাকা দিতে কোন দেশে আশ্রয় নেন জানেন! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তর...

Last Updated:
GK: ভারতীয় অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে এই প্রতিবেশী দেশ। খোলা সীমান্ত, দুর্বল আইন এবং অস্পষ্ট প্রত্যর্পণ চুক্তির সুযোগ নিয়ে লরেন্স বিষ্ণোইয়ের শ্যুটার থেকে শুরু করে বহু কুখ্যাত অপরাধীরা নেপালে গিয়ে গা ঢাকা দিচ্ছে, বিস্তারিত জানুন...
advertisement
1/8
ভারতের অপরাধীরা গা ঢাকা দিতে কোন দেশে আশ্রয় নেন জানেন! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি
বহু ভারতীয় অপরাধী গা ঢাকা দিতে এই বিশেষ দেশটিকে বেছে নেয়। এ জায়গাটি তাদের ‘আশ্রয়’ হিসেবে কাজ করে কারণ সীমান্তে কোন বাধা নেই।
advertisement
2/8
“ললিত” নামে পরিচিত একজন অপরাধী, “জয়প্রকাশ” নামে লরেন্স বিশ্বনোইয়ের গ্যাংয়ের একজন শূটার, “জোগা ডনের” নামেও খ্যাত জগিন্দর, আতীক আহমদের ছেলে আসাদ, সুনীল বাহাদুর ও মনোজ সাহনী (যিনি টম্যাটর নামে বিখ্যাত) – এ সমস্ত পরিচিত মুখরা সবাই নেপালে গোপনে অবস্থান করছেন।
advertisement
3/8
নেপাল ভারতীয় অপরাধীদের কাছে একটি নিরাপদ আশ্রয়স্থল, কারণ এটি সীমান্ত খোলা এবং তাতে নজর রাখার মতো লোকজনও নেই। এদের জন্য নেপাল এক ‘স্বর্গ’ কারণ তারা সেখান থেকে সহজেই ভারতে ফিরে প্রচার চালাতে পারেন, আবার প্রয়োজনে নেপালে ফিরে গা ঢাকাও দিতে পারে৷
advertisement
4/8
অপরাধীরা নেপালে প্রবেশ করলে, তাদের দেশে প্রত্যর্পণ করতে ভারতীয় কর্তৃপক্ষের জন্য বেশ কঠিন হয়ে ওঠে। পুরোনো ও অস্পষ্ট আইনি চুক্তি, দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ধারাবাহিক প্রতিবন্ধকতা অপরাধীদের জন্য নেপালকে স্বর্গ করে রেখেছে৷
advertisement
5/8
ভারতীয় সরকার নেপাল থেকে অপরাধীদের যুক্তরাষ্ট্র বা পাকিস্তান থেকে ফিরিয়ে আনার মতোই সমস্যার মুখে পরে। প্রত্যর্পণের জন্য ডিম্যান্ড করতে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইন্টারপোল এরিয়া থেকে কাগজপত্রের জটিলতা কাটিয়ে, পুলিশ সেবায় থাকা অপরাধীদের ফেরত আনতে হয়। যেটা অনেক বেশি কঠিন৷
advertisement
6/8
নেপালে ভারতীয় অপরাধীরা কোনও অপরাধের অভিযোগে দণ্ডিত হন না। তারা সেখানকার স্থানীয় জীবনে মিশে স্থানীয় ব্যবসায়ী অথবা বিনিয়োগকারী হিসেবে পরিচিতি পায় এবং তারা গ্যাজেট বা অস্ত্রবিহীন অবস্থায় সাধারণ মানুষের সঙ্গে জীবনধারণ করে।
advertisement
7/8
নেপালে সক্রিয় থেকে ভারতে অপরাধের চালানোর একটি নেটওয়ার্ক এখনও আছে৷ এই অপরাধীরা ভারত থেকে পালিয়ে আসা অপরাধীদের বিভিন্ন রকম সাহায্য করে, যেমন নিরাপদ আশ্রয়স্থল, আর্থিক সহায়তা এবং আইনি পরামর্শ দেয়। এসব অপরাধীদের নেটওয়ার্কই নেপালকে প্রায় অপরাধীদের ‘সামাজিক আশ্রয়’ করে তোলে।
advertisement
8/8
ভারত ও নেপালের সীমান্তটি প্রায় ১৭৫১ কিলোমিটার দীর্ঘ – উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যের সঙ্গে টানা বিস্তার রয়েছে। এখানে ১২টি বড় চেকপোস্ট ও ১৪টি জেলা সীমান্তে ছোট চেকপোস্ট রয়েছে। তবে চেক পোস্ট থাকলেও সঠিক পরিকল্পনা, দেখাশোনা করার লোকের অভাব নেপাল সীমান্তকে অপরাধীদের কাছে স্বর্গ করে রেখেছে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: ভারতের অধিকাংশ অপরাধী গা ঢাকা দিতে কোন দেশে আশ্রয় নেন জানেন! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল