GK: জাতীয় পাখি তো ময়ূর, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী বলুন তো? উত্তর অজানা অনেকের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK Do You Know Which Is The State Bird Of West Bengal: ভারতের জাতীয় পাখির নাম ময়ূর তা আমাদের সকলের জানা। কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কী? একটি সমীক্ষায় দেখা গিয়েছে সেই উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
1/6

প্রত্যেক দেশের যেমন জাতীয় পশু, পাখি, ফল, ফুল থাকে, ঠিক তেমনই প্রতিটি রাজ্যেরও জাতীয় সবকিছুই থাকে। কিন্তু রাজ্যের জাতীয় চিহ্নগুলি অনেকের কাছেই অজানা।
advertisement
2/6
আমাদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতীকগুলির নাম জানেন না। আজকের এই প্রতিবেদেনে তেমনই একটি পশ্চিমবঙ্গের জিনিস আপনাদের জানাব, যা অনেকের অজানা।
advertisement
3/6
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
4/6
ভারতের জাতীয় পাখির নাম ময়ূর তা আমাদের সকলের জানা। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী? দেখা গিয়েছে সেই উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
5/6
ধলাগলা ২৮ সেন্টিমিটার লম্বা হয়। পাখিটি দেখতে খুবই সুন্দর। মাথা ও ঘাড় গাঢ় বাদামি রঙের ও পিঠ থেকে লেজ গাঢ় নীল রঙের। পাখিটির গলার দিকটা সাদা রঙের। এই কারণেই নাম ধলাগলা মাছরাঙা। ঠোঁট কমলা ও পা লাল রঙের।
advertisement
6/6
পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে দেখা যায় এই ধলাগলা মাছরাঙা। এছাড়া নেপাল, ভূটান, তুরস্ক, চীনেও এই পাখি দেখা যায়। খাদ্য হিসেবে এই পাখি ঝিঁঝিঁ পোকা, পঙ্গপাল, ছোট ইঁদুর, পিঁপড়, ফড়িং খেয়ে থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: জাতীয় পাখি তো ময়ূর, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী বলুন তো? উত্তর অজানা অনেকের