Knowledge Story: ২ লক্ষ অক্ষর রয়েছে কোন ইংরেজি শব্দে? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK Do You Know Which English Word Has 2 Lakh Letters: এই প্রতিবেদনে এমনই একটি প্রশ্ন তুলে ধরা হয়েছে যার উত্তর অনেকেই কাছেই অজানা। বলুন তো, ইংরেজির কোন শব্দে মোট ২ লক্ষ অক্ষর রয়েছে?
advertisement
1/7

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/7
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
advertisement
3/7
এই প্রতিবেদনে এমনই একটি প্রশ্ন তুলে ধরা হয়েছে যার উত্তর অনেকেই কাছেই অজানা। বলুন তো, ইংরেজির কোন শব্দে মোট ২ লক্ষ অক্ষর রয়েছে? উত্তর দিতে গিয়ে হোঁচট খেয়েছেন অনেকেই।
advertisement
4/7
বিশ্বের সবথেকে লম্বা শব্দটি হল নিউমোনোআল্ট্রামাইক্রোস্কোপিসিলিকোভোলকানোকোনিওসিস (Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis)। এই শব্দটির মধ্যে মোট ৪৫টি অক্ষর রয়েছে। এই শব্দের অর্থ সংক্ষেপে বলতে গেলে শ্বাস-প্রশ্বাসের ধূলিকণার কারণে ফুসফুসের রোগ।
advertisement
5/7
অনেকে আবার নিউজিল্যান্ডের হকস বে-এর কাছে একটি বিশেষ পর্বত রয়েছে। যার নাম TAUMATAWHAKATANGIHANGAOAUAUOTAMETEATURIPUKAKAPIKIMAUNGAHORONUKUPOKAIWHENUAKITANATAHU। এই একটি শব্দের মধ্যে রয়েছে ৮৪টি অক্ষর। অনেকে একেও ইংরেজির সবথেকে বড় শব্দ বলে থাকে।
advertisement
6/7
কিন্তু রসায়নে এমন কিছু যৌগ রয়েছে যাদের নাম অনেক বড় হয়ে থাকে। সেগুলিকে যদি ধরা হয় তাহলে বিশ্বের সবথেকে বড় ইংরেজি শব্দে ২ লক্ষ অক্ষর রয়েছে। প্রোটিন টাইটিনের রাসায়নিক নামে মোট ২ লক্ষ শব্দ রয়েছে।
advertisement
7/7
এই শব্দে পুরো লেখা তো দূরের কথা প্রথম হাজার শব্দ লিখতে গেলে রীতিমত কালঘাম ছুটবে। প্রোটিন টাইটিনের রাসায়নিক সংকেত C₁₆₉ ₇₁₉H₂₇₀ ₄₆₄N₄₅ ₆₈₈O₅₂ ₂₃₇S₉₁₁। বিজ্ঞানীদের মতে, এর রাসায়নিক সংকেতই বিশাল নামের আসল কারণ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ২ লক্ষ অক্ষর রয়েছে কোন ইংরেজি শব্দে? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস