TRENDING:

Knowledge Story: ২ লক্ষ অক্ষর রয়েছে কোন ইংরেজি শব্দে? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস

Last Updated:
GK Do You Know Which English Word Has 2 Lakh Letters: এই প্রতিবেদনে এমনই একটি প্রশ্ন তুলে ধরা হয়েছে যার উত্তর অনেকেই কাছেই অজানা। বলুন তো, ইংরেজির কোন শব্দে মোট ২ লক্ষ অক্ষর রয়েছে?
advertisement
1/7
২ লক্ষ অক্ষর রয়েছে কোন ইংরেজি শব্দে? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/7
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
advertisement
3/7
এই প্রতিবেদনে এমনই একটি প্রশ্ন তুলে ধরা হয়েছে যার উত্তর অনেকেই কাছেই অজানা। বলুন তো, ইংরেজির কোন শব্দে মোট ২ লক্ষ অক্ষর রয়েছে? উত্তর দিতে গিয়ে হোঁচট খেয়েছেন অনেকেই।
advertisement
4/7
বিশ্বের সবথেকে লম্বা শব্দটি হল নিউমোনোআল্ট্রামাইক্রোস্কোপিসিলিকোভোলকানোকোনিওসিস (Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis)। এই শব্দটির মধ্যে মোট ৪৫টি অক্ষর রয়েছে। এই শব্দের অর্থ সংক্ষেপে বলতে গেলে শ্বাস-প্রশ্বাসের ধূলিকণার কারণে ফুসফুসের রোগ।
advertisement
5/7
অনেকে আবার নিউজিল্যান্ডের হকস বে-এর কাছে একটি বিশেষ পর্বত রয়েছে। যার নাম TAUMATAWHAKATANGIHANGAOAUAUOTAMETEATURIPUKAKAPIKIMAUNGAHORONUKUPOKAIWHENUAKITANATAHU। এই একটি শব্দের মধ্যে রয়েছে ৮৪টি অক্ষর। অনেকে একেও ইংরেজির সবথেকে বড় শব্দ বলে থাকে।
advertisement
6/7
কিন্তু রসায়নে এমন কিছু যৌগ রয়েছে যাদের নাম অনেক বড় হয়ে থাকে। সেগুলিকে যদি ধরা হয় তাহলে বিশ্বের সবথেকে বড় ইংরেজি শব্দে ২ লক্ষ অক্ষর রয়েছে। প্রোটিন টাইটিনের রাসায়নিক নামে মোট ২ লক্ষ শব্দ রয়েছে।
advertisement
7/7
এই শব্দে পুরো লেখা তো দূরের কথা প্রথম হাজার শব্দ লিখতে গেলে রীতিমত কালঘাম ছুটবে। প্রোটিন টাইটিনের রাসায়নিক সংকেত C₁₆₉ ₇₁₉H₂₇₀ ₄₆₄N₄₅ ₆₈₈O₅₂ ₂₃₇S₉₁₁। বিজ্ঞানীদের মতে, এর রাসায়নিক সংকেতই বিশাল নামের আসল কারণ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ২ লক্ষ অক্ষর রয়েছে কোন ইংরেজি শব্দে? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল