Bengali Name Of Tomato: বলুন তো দেখি, টম্যাটোকে বাংলায় কী বলায় হয়? উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK Do You Know What Is The Bengali Name Of Tomato: এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তেমনই একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলুন তো দেখি,টম্যাটো তো আমরা কম-বেশি সবাই খাই। কিন্তু এই টম্যাটোর বাংলা কী?
advertisement
1/6

আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কথাই বলে থাকি যা আদতে বাংলা নয়। আসলে ইংরেজি বা অন্য কোনও বিদেশি ভাষা থেকে তা গৃহীত হয়েছে। বর্তমানে তা চলতি শব্দে পরিণত হয়েছে।
advertisement
2/6
জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান নিয়ে আমাদের সকলেরই কম-বেশি কৌতুহল থাকে। কারণ অজানাকে জানবার ইচ্ছে, দেশের বা পৃথিবী আশ্চর্য বিষয়গুলি জানতে সকলেরই ভাল লাগে। এতে জ্ঞানেরও বৃদ্ধি হয়।
advertisement
3/6
এছাড়াও আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণ জ্ঞান যেমন নলেজ বাড়াতে সাহায্য করে।
advertisement
4/6
এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তেমনই একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলুন তো দেখি,টম্যাটো তো আমরা কম-বেশি সবাই খাই। কিন্তু এই টম্যাটোর বাংলা কী? যার উত্তর দিতে গিয়ে হিমসিম খাচ্ছেন অনেকেই।
advertisement
5/6
বর্তমানে টম্যাটো ছাড়া রান্না কল্পনাই করা যায় না। টক-ঝাল-মিষ্টি সব ধরেনের পদেই টম্যাটো অপিহার্য। ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ সবজির তালিকায় একেবারে উপরের দিকে টম্যাটো।
advertisement
6/6
টম্যাটোর আদি নাম ছিল পমডোরো। যার অর্থ সোনালী আপেল। ইউরোপে এই নামেই পরিচিত ছিল টম্যাটো। তবে বাংলায় এর নাম জানলে চমকে যাবেন। টম্যাটোকে বাংলায় বলা হয় বিলিতি বেগুন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bengali Name Of Tomato: বলুন তো দেখি, টম্যাটোকে বাংলায় কী বলায় হয়? উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ