TRENDING:

GK: চুইংগাম প্রথম কোন দেশে তৈরি হয়? ৯৯% সঠিক উত্তরটি জানেন না!

Last Updated:
GK: একটা সময় বিদেশে স্যাপোডিল্লা নামে এক প্রজাতির গাছের থেকে উৎপন্ন হওয়া এক ধরনের জমে যাওয়া রসকে চেবানো হত।  ইতিহাস তেমনই বলে। আর তা থেকেই চুইংগামের ভাবনা মাথায় আসে। তবে কোন দেশে প্রথম চুইংগাম তৈরি হয়, সেটা জানতে হলে বিস্তারিত পড়ুন। 
advertisement
1/6
চুইংগাম প্রথম কোন দেশে তৈরি হয়? ৯৯% সঠিক উত্তরটি জানেন না!
সময় কাটানো থেকে শুরু করে মুখের দুর্গন্ধ নিরাময়, অবসর সময় কিংবা খেলার সময় শিশু-কিশোরদের কাছে অতি পরিচিত একটি খাবার চুইংগাম। খেলোয়াড়েরা খেলার বা অনুশীলনের সময় যেন গলা শুকিয়ে না যায়, সেটি নিশ্চিত করতে প্রায়শই চুয়িংগাম চিবিয়ে থাকেন।
advertisement
2/6
হাজার বছর আগে উত্তর ইউরোপের মানুষেরা এক ধরনের গাছের রেজিন চিবাতো। এই গাছের রেজিন মূলত দাঁতের ব্যথা এবং জিভের স্বাদ ভাল করার জন্য চিবানো হত।
advertisement
3/6
মুখের বাজে গন্ধ দূর করতে এবং গলা শুকিয়ে না যাওয়ার ক্ষেত্রে চুইংগাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য খেলোয়াড়রা চুইংগাম চিবাতে দেখা যায়। কিন্তু আপনি কি জানেন, চুইংগাম কীভাবে তৈরি হয়?
advertisement
4/6
চুইংগাম তৈরির ধারণাটি আমেরিকায় জন্ম নিয়েছিল। সাপোডিলা নামক একটি গাছের রেজিন চিবানো হতো। এর রস  জমিয়ে চেবানো হত।
advertisement
5/6
সাপোডিলা গাছের সারের ব্যবহার পরে চুইংগাম তৈরির জন্য বাণিজ্যিকভাবে শুরু হয়। ১৮৪০ সালে জন কার্টিস নামে এক ব্যক্তি বাণিজ্যিকভাবে চুইংগাম শিল্প শুরু করেন।
advertisement
6/6
থোমাস অ্যাডামস নামে একজন নিউ ইয়র্কের ব্যক্তি সাপোডিলা গাছ থেকে তৈরি চুইংগামকে বাণিজ্যিকভাবে উৎপাদন করতে ব্যবসা শুরু করেন। এরপর, চুইংগাম ধীরে ধীরে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: চুইংগাম প্রথম কোন দেশে তৈরি হয়? ৯৯% সঠিক উত্তরটি জানেন না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল