PAN card GK: জানেন কি প্যান কার্ডের নম্বর থেকেই বোঝা যায় কারও নামের শুরুটা! জেনে নিন সহজ ফর্মুলা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
PAN Card: আধার কার্ডের সঙ্গেই ব্যাঙ্কিং বা আর্থিক যে কোনও লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ প্যান কার্ড। প্যান কার্ডের নম্বর থেকেই বোঝা যায় নামের শুরুটা।
advertisement
1/5

আধার কার্ডের সঙ্গেই ব্যাঙ্কিং বা আর্থিক যে কোনও লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ প্যান কার্ড। যে কোনও ব্যক্তি, সংস্থা এমনকি সরকারও আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড ব্যবহার করে।
advertisement
2/5
এই প্যান নম্বরে ১০টি ক্যারেক্টার থাকে। যার মধ্যে প্রথম ৫টি ইংরেজি অক্ষর, তার পরের চারটি নম্বর, এবং শেষে থাকে ইংরেজি অক্ষর।
advertisement
3/5
এই ১০টি ক্যারেক্টারের মধ্যেই লুকিয়ে থাকে নামের শুরুটা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
advertisement
4/5
প্যান কার্ডের নম্বরের যে পঞ্চম ক্যারেক্টর থাকে সেটি ইংরেজি অক্ষর হয়। সেই ইংরেজি অক্ষরটি অধিকাংশ ক্ষেত্রেই হয় পদবির প্রথম অক্ষর।
advertisement
5/5
চতুর্থ ক্যারেক্টরটিও গুরুত্বপূর্ণ। এই ক্যারেক্টরটি থেকে বোঝা যায় প্যান নম্বরটি কোনও ব্যক্তির না কোনও সংস্থার। এটি P থাকলে বুঝে নিতে হবে প্যান কার্ডটি কোনও ব্যক্তির।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
PAN card GK: জানেন কি প্যান কার্ডের নম্বর থেকেই বোঝা যায় কারও নামের শুরুটা! জেনে নিন সহজ ফর্মুলা